Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মওদুদ আহমদের বাড়ির মালিকানা পাচ্ছে পুলিশ

| প্রকাশের সময় : ১ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিষ্টার মওদুদ আহমদের মালিকানা জটিলতার সেই বাড়িটি দেয়া হচ্ছে বাংলাদেশ পুলিশ বাহিনীকে। আগামী সোমবার রাজউকের বোর্ড সভায় পুলিশকে বাড়িটি দেওয়ার চুড়ান্ত অনুমোদন দেওয়া হবে। তবে বুঝেয়ে দেয়ার আগেই পুলিশের পক্ষ থেকে বাড়িটির দখল নিয়ে সাইনবোর্ড ঝুলিয়ে দেয়া হয়েছে। সেখানে পুলিশের কর্মকর্তাদের জন্য বাড়ি নির্মাণ করা হবে।
জানা যায়, গত ৭ জুন গুলশান এভিনিউয়ের ১৫৯ নম্বর বাড়ি থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী মওদুদ আহমদকে উচ্ছেদের পরপরই বাড়িটি নিয়ে চিঠি চালাচালি শুরু করে বাংলাদেশ পুলিশ। পুলিশের পক্ষ থেকে বাড়িটি বরাদ্দ দেওয়ার জন্য পূর্ত মন্ত্রণালয়কে চিঠি পাঠানো হয়। পূর্ত মন্ত্রণালয় পরিত্যক্ত সম্পত্তি ব্যবস্থাপনা বোর্ডের মতামত চায়। বোর্ড পূর্ত মন্ত্রণালয়কে জানায়, প্রতীকী মূল্যে বাড়িটি বরাদ্দ দেওয়া যেতে পারে। এরপর পূর্ত মন্ত্রণালয় তা রাজউককে পাঠালে ওপর মহলের সিদ্ধান্তে রাজউক এতে সম্মতি দেয়। এরপরই পুলিশের পক্ষ থেকে ওই বাড়িটির দখল নিয়ে সেখানে সাইনবোর্ড ঝুলানো হয়। আগামী সোমবার ৩ জুলাই রাজউকের বোর্ড সভায় এটি চুড়ান্ত অনুমোদন দেয়া হবে।
রাজউকের চেয়ারম্যান আবদুর রহমান সাংবাদিকদের বলেন, রাজধানী গুলশান এভিনিউয়ের ১৫৯ নম্বর প্লটটি পুলিশকে বরাদ্দ দেওয়ার বিষয়ে মন্ত্রণালয়ের চিঠি রাজউকের হাতে এসেছে। আগামী সোমবার এ ব্যাপারে চুড়ান্ত সিদ্ধান্ত হবে।
উল্লেখ্য এক বিঘা ১৩ কাঠা আয়তনের ওই বাড়িটিতে বিএনপি নেতা সাবেক মন্ত্রী মওদুদ আহমেদ ১৯৮২ সাল থেকে বসবাস করছিলেন। ১৯৬৫ সালের ৯ সেপ্টেম্বর সে সময়ের ঢাকা ইমপ্রæভমেন্ট ট্রাস্ট, এখনকার রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) অস্ট্রীয় নাগরিক ইনকে ফ্লাৎজের নামে ১ বিঘা ১৩ কাঠা জমি বরাদ্দ দেয়। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পরপরই ওই দম্পতি দেশ ছেড়ে চলে যাওয়ায় ১৯৭২ সালে বাড়িটিকে পরিত্যক্ত ঘোষণা করা হয় এবং তাঁদের সম্পত্তি সরকারের মালিকানায় চলে যায়। কিন্তু ফ্লাৎজ তাঁর মালিকানার দাবিতে আইনি লড়াই শুরু করেন এবং অস্ট্রীয় সরকারের সহযোগিতা চান। ১৯৭২ থেকে ১৯৮১ সালের মধ্যে ঢাকার তিনজন অস্ট্রীয় রাষ্ট্রদূত বাংলাদেশি কর্মকর্তাদের সঙ্গে কয়েক দফা বৈঠক করেন ফ্লাৎজের সম্পত্তি ফিরিয়ে দেওয়া জন্যে। অবশেষে, ১৯৮০ সালের জুন মাসে সরকার বাড়িটি তাঁকে ফিরিয়ে দেয়। এ বিষয়ে সে সময়ের বিএনপির মন্ত্রী মওদুদ আহমেদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। বাড়িটি নিয়ে নতুন গল্প শুরু হয় ১৯৮১ সালের ২৩ মে, যখন ফ্লাৎজ মওদুদকে বাড়িটি ভাড়া দেন একটি ইজারা চুক্তির মাধ্যমে। সুপ্রিম কোর্টের রায়ে উল্লেখ করা হয়েছে, সেই সময় থেকে মওদুদ গুলশানের বাড়িটিতে থাকতে শুরু করেন। গত জুন পর্যন্ত মওদুদ তাঁর পরিবার নিয়ে সেই বাড়িতে বসবাস করছিলেন। আদালতের রায়ে যেহেতু বাড়িটির মালিক ইনগে ফ্লাৎজকে বলা হয়েছে, সে হিসেবে ইনগে ফ্ল্যৎজের পুত্র করিম ফ্ল্যাৎজ সোলাইমান গত সপ্তাহে ঢাকা এসে ওই বাড়িটির মালিকানা দাবি করে সংবাদ সম্মেলন করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মওদুদ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ