মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের পাওয়ার বল লটারির প্রথম পুরষ্কার ২৯ কোটি ডলার পুরস্কার পেলেন একজন বিচারক। একই সঙ্গে তার আপন ভাই জিতেছে মাত্র ৭ ডলার। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এ ঘটনা ঘটেছে। তারা দুজনই পরিবারসহ একসঙ্গে ঘুরতে বেড়িয়েছিলেন। লটারির টিকিটও কিনেছিলেন একসঙ্গে। তবে শেষ পর্যন্ত এক ভাই পেয়েছে ২৯ কোটি ১৪ লাখ ডলার। আর আরেক ভাইয়ের কপালে জুটেছে মাত্র সাত ডলার। গত মাসে দুই ভাই জেমস স্টকার ও বব স্টকার পরিবারের সদস্যদের নিয়ে ফ্লোরিডায় ঘুরতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে দুটি লটারির টিকিট কিনেছিলেন দুই ভাই। পেশায় পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের বিচারক জেমস গত বুধবার কাজ শেষে রেস্তোরাঁয় বসে চা পান করছিলেন। এসময় তিনি মোবাইল ফোনে ড্র হওয়া লটারির ফলাফল দেখছিলেন। সিএনএন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।