Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সউদি সেনা কমান্ডারসহ ৬ জনের প্রাণহানি

প্রকাশের সময় : ৯ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় জাবাল আল জাবার এলাকায় সউদি সেনা কমান্ডার আব্দুল লতিফ কাহিফ ও তার পাঁচ সহযোগী প্রাণ হারিয়েছেন। ইরান সমর্থিত দেশটির শিয়া বিদ্রোহী আনসারুল্লাহর সদস্যদের হামলায় এ প্রাণহানির ঘটনা ঘটে। আল-মাসিরা টিভি চ্যানেল জানিয়েছে, দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদিকে পুনরায় ক্ষমতায় ফিরিয়ে আনার লক্ষ্যে সউদি হামলায় একদল সেনার নেতৃত্ব দিচ্ছিলেন তিনি। গত শনিবারও ইয়েমেনের সেনাবাহিনী দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইব প্রদেশে সউদির একটি পাইলটবিহীন বিমান বা ড্রোন ভূপাতিত করেছে। গত ২৬ মার্চ থেকে ইয়েমেনের আনসারুল্লাহকে দুর্বল করতে হামলা শুরু করে সউদি আরব। সেখানে এখন পর্যন্ত ৮ হাজার ৪০০-এর বেশি ইয়েমেনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে দুই হাজার ২৩৬টি শিশু রয়েছে। আহত হয়েছে আরও ১৬ হাজার ইয়েমেনি। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সউদি সেনা কমান্ডারসহ ৬ জনের প্রাণহানি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ