Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দিল্লিতে ধর্ষণের পর কিশোরীর গায়ে আগুন

প্রকাশের সময় : ৯ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারতে ১৫ বছরের এক কিশোরীকে ধর্ষণের পর গায়ে আগুন লাগিয়ে দিয়েছে এক পাষ-। মেয়েটি এখন হাসপাতালে মৃত্যুর মুখোমুখি। তবে তার বেঁচে থাকার সম্ভবনা কম। গত সোমবার দিল্লির নিকটবর্তী নোয়ডা গ্রামে ওই লোমহর্ষক ঘটনাটি ঘটে বলে স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে। ঘটনার দিন স্থানীয় সময় বেলা আড়াইটার দিকে মেয়ের চিৎকার শুনে ঘর থেকে বেরিয়ে আসেন তার বাবা-মা। দেখেন তাদের বাড়ির ছাদের ওপর দাঁড়িয়ে আছে সে। তার সারা গায়ে আগুন জ্বলছে। স্বজনরা তখন কিশোরীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা জানিয়েছেন, মেয়েটির শরীরের ৯৫ ভাগই পুড়ে গেছে। তাই তার বেঁচে থাকার সম্ভাবনা কম। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, ঘটনার দিন এক যুবক বাড়িতে ঢুকে মেয়েটিকে ধর্ষণ করে। এরপর সে তার গায়ে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। তারা এখনো অপরাধীকে ধরতে পারেনি। তবে জিজ্ঞাসাবাদের জন্য একই গ্রামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ওই কিশোরী দশম শ্রেণির ছাত্রী। গতবছর বিশ বছরের এক যুবক তাকে জ্বালাতন করতে থাকায় সে স্কুলে যাওয়া বাদ দিয়েছিল। তার বাবা-মায়ের সন্দেহ ওই ছেলেই তাদের মেয়েটির ওপর ওই পৈশাচিক নির্যাতন চালিয়েছে। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দিল্লিতে ধর্ষণের পর কিশোরীর গায়ে আগুন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ