মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ভারতে ১০ সন্ত্রাসী ঢুকে পড়ার খবরের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে গত সোমবার উচ্চস্তরের নিরাপত্তা সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সভাপতিত্বে ওই বৈঠকে উপস্থিত ছিলেন গোয়েন্দা সংস্থা আইবি এবং ‘র’ (রিসার্চ অ্যান্ড আনালিসিস উইং)-এর প্রধানরা। এদিকে, গুজরাটের সিলভাসাতে পুলিশ ৮ জন সন্দেহভাজনকে হেফাজতে নিয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ, সিলভাসার নরোলি গ্রামের কাছে স্থানীয় লোকজন কয়েক লোকের সন্দেহভাজনকে তৎপরতা দেখতে পায়। তাদের কাজকর্মে সন্দেহ হলে গ্রামবাসী দ্রুত পুলিশকে খবর দেয়। এর পরেই তাদের আটক করা হয়। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করছে।
একটি সূত্র জানায়, গুজরাটে পাকিস্তান সীমান্ত থেকে প্রবেশ করা ১০ সন্ত্রাসী সম্পর্কে কোনো খোঁজ-খবর না পাওয়ায় গোয়েন্দা এজেন্সি চিন্তায় রয়েছে। আইবি ও ‘র’সহ সমস্ত এজেন্সির পক্ষ থেকে ১০ সন্ত্রাসীকে খুঁজে বের করার জন্য সর্বাত্মক চেষ্টা চলছে। টি-টোয়েন্টি এশিয়া কাপ ক্রিকেট খেলা দেখতে আসা পাকিস্তানি নাগরিকদের ওপরও নজর থাকবে গোয়েন্দাদের।
জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মতে, লস্কর-ই তাইয়্যেবা এবং জৈশ-ই মুহাম্মদ গোষ্ঠীর সদস্যরা গুজরাটের কোথাও লুকিয়ে রয়েছে। তাদের হামলার লক্ষ্যস্থল হিসেবে আহমেদাবাদ, ভোপাল, লখনৌ এবং জয়পুরের মতো শহর রয়েছে। এ পরিপ্রেক্ষিতে গুজরাটের পাশাপাশি দিল্লি, মহারাষ্ট্র, গোয়া, পাঞ্জাব, রাজস্থান, মধ্যপ্রদেশ এবং উত্তর প্রদেশসহ সমস্ত রাজ্যে সতর্কতা জারি করা হয়েছে।
গোয়েন্দা এজেন্সির ধারণা, গুজরাট সন্ত্রাসীদের বিশেষ টার্গেটে রয়েছে। সন্ত্রাসীরা গুজরাট সংলগ্ন পাকিস্তান সীমান্ত এলাকা দিয়ে ভারতে ঢুকে পড়েছে। গত সোমবার শিবরাত্রি উপলক্ষে যাতে কোনো অঘটন না ঘটে সেজন্য সোমনাথ মন্দিরে এনএসজি কমান্ডো মোতায়েন করা হয়েছে। ভোয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।