Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চিঠিপত্র

| প্রকাশের সময় : ৩০ জুন, ২০১৭, ১২:০০ এএম

চোরের উপদ্রব
হাজারো সমস্যায় জীর্ণ ঢাকার ৫২ নম্বর ওয়ার্ড। প্রতিবছরই সমস্যা বাড়ছে, কিন্তু কোথাও সমাধান নেই। বারবার এ এলাকার শব্দদূষণ, বায়ুদূষণ, রাস্তার পানি নিয়ে পত্রপত্রিকায় প্রতিবেদন ছাপা হচ্ছে। অথচ প্রশাসন নির্বিকার। হাজারো সমস্যার সঙ্গে এখন নতুন করে যোগ হয়েছে চোরের উপদ্রব। এখানে রাতে কেউ শান্তিতে ঘুমাতে পারে না। প্রচÐ গরমেও দরজা-জানালা বন্ধ করে ঘুমাতে হয়। তারপরও অভিনব পদ্ধতিতে চোরেরা জানালা খুলে ফেলে। এদের প্রধান উদ্দেশ্য মুঠোফোন চুরি। দেয়ালে ঝোলানো এলইডি টিভি পর্যন্ত অতি সুনিপুণভাবে জানালা দিয়ে বের করে নিয়ে যায়। লোকমুখে শোনা যায়, প্রশিক্ষপ্রাপ্ত কিছু চোর এলাকায় ছেড়ে দেওয়া হয়েছে। তারা এতটা দক্ষ যে প্রতিটি বাড়ি থেকেই মুঠোফোন চুরি হয়েছে। এমন কোনো রাত নেই, যে রাতে চুরি হয়নি। আমরা এই এলাকার নিশ্বাসে গ্রহণ করছি বিষ, পানিতে পান করছি বিষ, হাঁটছি ড্রেনের নোংরা পানিতে হাঁটু পর্যন্ত পা ডুবিয়ে। তারপরও দুদÐ নিশ্চিন্তে ঘুমানো যেত। এখন সেটাও শেষ। কী অপরাধ আমাদের, প্রশাসন আমাদের ব্যাপারে এতটা নির্বিকার কেন?
শাকিলা নাছরিন, জুরাইন, ঢাকা।

নিয়োগ
বাংলাদেশের বেকার সমস্যা অত্যন্ত প্রকট। মোট শ্রমশক্তির একটা বড় অংশ কর্মহীন। অথচ নিম্ন মধ্যম আয়ের এ দেশে পড়াশোনার লক্ষ্যই হলো কর্মসংস্থান। পরিতাপের বিষয়, চাকরি এ দেশে সোনার হরিণ।
নিয়োগ প্রক্রিয়ায় ঘুষ বাণিজ্যের সঙ্গে আছে দীর্ঘসূত্রতা। সরকারি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হতে দুই/তিন বছর সময় লাগে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ডাক বিভাগের উপজেলা পোস্টমাস্টার ও পরিদর্শক পদের নিয়োগ বিজ্ঞাপ্তি হয়েছিল ২০১৪ সালে। প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় ২০১৬ সালের ২৯ আগস্ট। লিখিত ও মৌখিক পরীক্ষা যথাক্রমে ১২ ও ১৮ আগস্ট অনুষ্ঠিত হয়। সকল প্রক্রিয়া শেষ হওয়ার পরও অজ্ঞাত কারণে চূড়ান্ত ফলাফল প্রকাশিত হচ্ছে না। পোস্টাল ও মেইল অপারেটর পদগুলোর চূড়ান্ত ফলাফলও প্রক্রিয়া শেষ হওয়ার পর আটকে আছে।
একদিকে চাকরির অভাব, অন্যদিকে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হতে এত দীর্ঘ সময় লাগায় তরুণেরা হতাশ। এতে সময় ও শক্তির অপচয় হবে।
তরিকুল ইসলাম, রংপুর।

মানসিক চিকিৎসা
কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘদিন ধরে মানসিক রোগের চিকিৎসক নেই। সরকার মানসিক রোগীদের চিকিৎসার গুরুত্বের কথা চিন্তা করে ২০১৫ সালের এপ্রিল মাসে হাসপাতালে একজন মানসিক রোগ বিশেষজ্ঞকে নিয়োগ দিলেও এক সপ্তাহের মধ্যে তাঁকে সরিয়ে দেওয়া হয়। এরপর দুই বছর ধরে এখানে মানসিক রোগের বিশেষজ্ঞ চিকিৎসক নেই।
মানসিক রোগীরা যথাযথ চিকিৎসা না পেলে তাদের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, ১৮ বছরের কম বয়সীদের মধ্যে শতকরা ১৮ জন এবং ১৮ বছরের অধিক বয়সী ব্যক্তিদের মধ্যে শতকরা ১৬ জন কোনো না কোনোভাবে মানসিক রোগে আক্রান্ত। এ সংখ্যা বাংলাদেশে আরও বেশি হতে পারে বলে মনে করেন অভিজ্ঞ চিকিৎসকেরা।
বাংলাদেশে ১৬ কোটি মানুষের জন্য মানসিক রোগ বিশেষজ্ঞ চিকিৎসক এমনিতেই খুব কম। এ অবস্থায় দেশে মানসিক চিকিৎসার অবস্থা যে কী, তা বলাই বাহুল্য। সুস্থ, স্বাভাবিক প্রজন্ম গড়ে তোলার পথে এটা বড় ধরনের প্রতিবন্ধক।
বাবুল মিয়া মাহমুদ, কক্সবাজার।

সর্ষের ভেতরে ভূত?
চলছে এইচএসসি পরীক্ষা। আজ ৪ মে বের হচ্ছে এসএসসির রেজাল্ট। এ উপলক্ষেই ফেসবুকের বিভিন্ন ওয়ালে প্রায় ৩০ লক্ষ এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীর দৃষ্টি আকর্ষণে শোভা পাচ্ছে প্রতারকদের বিভিন্ন পোস্ট। ‘আপনি কি এবার এসএসসি পরীক্ষা দিয়েছেন? নাকি এইচএসসি দিচ্ছেন? আপনার যদি জিপিএ-৫ কিংবা গোল্ডেন জিপিএ পাওয়ার স্বপ্ন থেকে থাকে তাহলে এক্ষণি যোগাযোগ করুন আমাদের সাথে; নিচে দেওয়া নাম্বারগুলোতে কল করুন।’ জানা যাচ্ছে, ২০ থেকে ২৫ হাজার টাকার বিনিময়ে প্রতারকচক্র শিক্ষার্থীদের রেজাল্ট পরিবর্তন করে দেওয়ার অফার দিচ্ছে। শোনা যাচ্ছে অনেক কর্মকর্তাও এর সঙ্গে জড়িত। সত্য-মিথ্যা যাচাই করার দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। কিন্তু লোভে পড়ে অনেকেই এই ফাঁদে পা দিতে পারে। আশা করি, শিক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি গুরুত্ব সহকারে নেবে।
মো. সাব্বির রহমান,পার্বতীপুর, দিনাজপুর



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন