Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গ্যাস বন্ধে বিদ্যুৎ উৎপাদনে সমস্যা হয়নি-বিদ্যুৎ প্রতিমন্ত্রী

| প্রকাশের সময় : ২৯ জুন, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বিবিয়ানা গ্যাসক্ষেত্রের সংস্কারের জন্য সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ থাকলেও বিদ্যুৎ উৎপাদনের কোন সমস্যা হচ্ছে না বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।
গতকাল বুধবার সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। তিনি বলেন, বিদ্যুতের ক্ষেত্রে একটি ভাল অবস্থায় যেতে, নিরবচ্ছন্ন বিদ্যুৎ পেতে আরও দু’তিন বছর লাগবে। মঙ্গলবার রাত ১২ থেকে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় সিএনজি স্টেশনগুলো বন্ধ আছে- এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, আমরা বেশ আগে থেকেই জানিয়ে আসছি (সার্ভিসিংয়ের জন্য সিএনজি স্টেশন বন্ধ থাকবে)। বিবিয়ানায় আমাদের যে গ্যাসক্ষেত্র আছে ওখানে ওরা সার্ভিসিংয়ে যাবে। ঈদের আগের  থেকে আমরা সবাইকে জানিয়ে আসছি। বিষয়টা আমরা পত্রিকায় ও  টেলিভিশনেও দিয়েছি। এটা খুব বেশিক্ষণ নয়, ২৪ ঘণ্টার জন্য। রাত ১২টা থেকে শুরু হয়েছে গতকাল রাত ১২টা পর্যন্ত থাকবে।
তিনি বলেন, এটা খুব সাময়িক...হয়তো সিএনজি পাম্পগুলো গ্যাস দিতে পারবে না। যারা সিএনজি গাড়ি ব্যবহার করেন তারা তো পেট্রোলও ব্যবহার করেন। তারা তেল নিয়ে চলতে পারবেন। প্রতিমন্ত্রী বলেন, আমাদের বড় চিন্তা ছিল পাওয়ার প্ল্যান্টের জন্য। আমি দেখছি পাওয়ারে  কোন সমস্যা হচ্ছে না। কারণ এখন যে অবস্থায় আছে প্রায় ৫০০ থেকে ৬০০ এমএমসি এফটি কমে গেছে, বাট আমরা স্ট্যাবল আছি। আমরা সব জায়গায় পাওয়ার দিতে পারছি। কারণ আমাদের হাতে কিছু রিজার্ভ ছিল, সেটা দিয়ে আমরা মোটামুটি কাভার করতে পারছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্যাসের দাম

১৯ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ