Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হানিফ সংকেতের ঈদের নাটক ভুলে ভেসে ক‚লে আসা

| প্রকাশের সময় : ২৫ জুন, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন রিপোর্ট: প্রতি ঈদেই বর্ণাঢ্য ‘ইত্যাদি’র পাশাপাশি বরেণ্য নির্মাতা হানিফ সংকেত একটি নাটক নির্মাণ করেন। এবারও তিনি এটিএন বাংলার জন্য নির্মাণ করেছেন ঈদের বিশেষ নাটক ‘ভুলে ভেসে ক‚লে আসা’। প্রচার হবে ঈদের দিন রাত ৮:৫০ মিনিটে। হানিফ সংকেতের ঈদ নাটকের-নামে যেমন ভিন্নতা থাকে গল্পেও থাকে তেমনি আলাদা স্বাদ ও বৈচিত্র্য। পাশাপাশি থাকে একটি সামাজিক বক্তব্য। তাই হানিফ সংকেতের নাটক দেখার জন্য দর্শকদের একটি বাড়তি আকর্ষণ থাকে। নাটকটির ধারণ করা হয় মিরপুরের ফাগুন অডিও ভিশনের নিজস্ব কমপ্লেক্সে। নাটকের গল্পে দেখা যাবে কৃপণ ও লোভী প্রকৃতির এক ব্যক্তি আলী সাহেব লোভের বশবর্তী হয়ে তার দুই সন্তানকে বিত্তশালী পরিবারে বিয়ে দিয়েছেন। বিয়ের পর দুই স্ত্রী’র কারণে আলী সাহেবের দুই সন্তানের মধ্যে দুরত্ব বাড়তে থাকে। এই বাড়িতে প্রায়শই আগমন ঘটে দুই পরিবারের দু’জন মানুষের। একজন ফুফু আর একজন মামা। এদের কারণেই আলী সাহেবের পরিবারে ঘটতে থাকে নানা ঘটনা-এইসব ঘটনা নিয়েই রচিত হয়েছে হানিফ সংকেতের এবারের ঈদের নাটক ‘ভুলে ভেসে ক‚লে আসা’। নাটকটিতে আলী সাহেবের চরিত্রে এটিএম শামসুজ্জামান এবং তার স্ত্রী’র চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান। এছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন আহমেদ রুবেল, মীর সাব্বির, জিয়াউল ফারুক অপূর্ব, তানিয়া আহমেদ, জাকিয়া বারী মম, সারিকা, আফজাল শরীফ ও নজরুল ইসলাম। নাটকের সূচনা সঙ্গীতের কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান। সঙ্গীতায়োজন করেছেন ফরিদ আহমেদ। এটিএন কর্তৃপক্ষ জানায়, প্রতিবারই হানিফ সংকেতের নাটকে আমাদের দর্শক থাকে বেশি। ঈদের দিনের ব্যস্ততা সত্তে¡ও দর্শকরা এই নন্দিত নির্মাতা’র নাটক দেখতে বসেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঈদ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ