Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বেয়ার’শ ঝড়ে উড়ে গেল প্রোটিয়ারা

| প্রকাশের সময় : ২৩ জুন, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : বোলারদের নিয়ন্ত্রিত বোলিং ও টপঅর্ডার ব্যাটসম্যানদের দাপটে সফরকারী দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ড।
প্রায় পুরোটা সময় জুড়েই ক্রিজে ছিলেন এবি ডি ভিলিয়ার্স। দুটি কম ইনিংসের অর্ধেক বলও মোকাবেলা করার সুযোগ পান সময়ের অন্যতম সেরা এই বিধ্বংসী ব্যাটসম্যান। কিন্তু করতে পারলেন মাত্র ৬৫। সঙ্গী ফারহান বেহার্ডিনও ১২৩ স্ট্রাইক রেটে করলেন ৫২ বলে মাত্র ৬৪ রান। ৩২ রানে ৩ উইকেট হারানোর পর দুজনের অবিচ্ছিন্ন ১১০ রানের জুটিতে দক্ষিণ আফ্রিকা ‘ধ্বস’ সামলে নেয় বটে কিন্তু স্কোরবোর্ডে জমা পড়ে মাত্র ১৪২। এই রান টপকাতে ইংলিশরা সময় নেন মাত্র ১৪.৩ ওভার। ১৪ বলে ২৮ রানের ছোট্ট একটা ঝড় ওঠিয়ে বিদায় নেন জেসন রয়। বাকি কাজটা নিপূণভাবে সারেন অ্যালেক্স হেলস (৩৮ বলে ৪৭) ও জনি বেয়ার’শ (৩৫ বলে ৬০)।
ইংল্যান্ডের হয়ে এদিন অভিষেক হয় ২০ বছর বয়সী তরুণ লেগব্রেক স্পিন-অলরাউন্ডার ম্যাসন ক্র্যানের। ৪ ওভারে কোন উইকেট না পেলেও নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র ২৪ রান দেন তিনি। তবে প্রেটিয়া দলে অভিষেকটা একদম সুখকর হয়নি তাবরেইজ সামসি ও ডোয়াইন পিস্টোরিয়াসের। দু’জনেই বল হাতে ছিলেন খরুচে অথচ উইকেটশূন্য। ওয়েইন পার্নেল ও ইমরান তাহির ছিলেন সবচেয়ে খরুচে। ৩ ম্যাচের টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ মুখোমুখি হবে দু’দল।
দক্ষিণ আফ্রিকা : ২০ ওভারে ১৪২/৩ (ডি ভিলিয়ার্স ৬৫*, বেহারডিন ৬৪*; উড ২/৩৬)। ইংল্যান্ড : ১৪.৩ ওভারে ১৪৩/৩ (রয় ২৮, হেলস ৪৭*, বেয়ারস্টো ৬০*; ফেহলুকওয়ায়ো ১/১১)।
ফল : ইংল্যান্ড ৯ উইকেটে জয়ী।
ম্যাচসেরা : জনি বেয়ার’শ (ইংল্যান্ড)।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বেয়ার’শ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ