পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বলেছেন, হজ নিয়ে কোনো অনিয়ম বরদাশত করা হবে না। আল্লাহর মেহমান হাজীদের সেবা নিশ্চিতকরণে সর্বাতœক প্রচেষ্টা চালাতে হবে। শতকরা ৯০% হাজী বেসরকারী ব্যবস্থাপনায় হজব্রত পালন করতে সউদী আরবে যান। সুষ্ঠু ও সুন্দর হজ ব্যবস্থাপনার কার্যক্রম এগিয়ে নিতে সকল মহলের সহযোগিতা দরকার। গতকাল বুধবার বেইলী রোডস্থ অফিসার্স ক্লাব মিলনায়তনে হজ এজেন্সীজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান প্রধান অতিথি’র বক্তব্যে একথা বলেন। অনুষ্ঠানে পবিত্র কুরআন তেলাওয়াত করেন বদরপুর পীর ছাহেব ও হাবের সাবেক সাংস্কৃতিক সম্পাদক মাওলানা মুতা’সিম বিল্লাহ রব্বানী। হাবের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা ইয়াকুব শরাফতী’র সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন ধর্ম সচিব মোঃ আব্দুল জলিল। হাবের মহাসচিব এম শাহাদাত হোসাইন তসলিমের পরিচালনায় এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’র সদস্য ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভী এমপি, ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ন সচিব মো: হাফিজ উদ্দিন, যুগ্ন সচিব হাফিজুর রহমান, ধর্মমন্ত্রী পিএস ড. আবুল কালাম আজাদ, আটাব সভাপতি মঞ্জুর মোর্শেদ মাহবুব, হাবের সাবেক মহাসচিব এম এ রশিদ শাহ স¤্রাট, হাবের সাবেক মহাসচিব শেখ আব্দুল্লাহ, এপিএস শফিকুল ইসলাম শফিক, ধর্মমন্ত্রী পিও আবু সাঈদ, ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা মো: আনোয়ার হোসাইন, হাবের সাবেক সহ-সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার, হাবের সাবেক নেতা কাজী মফিজুর রহমান, হাবের সহ-সভাপতি আব্দুস সালাম আরেফ, আটাবের মহাসচিব আসলাম খান, হাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল কবীর খান জামান, সাবেক সহ-সভাপতি ফরিদ আহমেদ মজুমদার, হাবের ইসি সদস্য এম এন এইচ খাদেম দুলাল, হাবের চট্রগ্রাম জোনের সাবেক চেয়ারম্যান আলহাজ শরীয়ত উল্লাহ শহিদ, প্রকৌশলী গোলাম মোহাম্মদ, মাওলানা শাহাদাৎ হোসাইন সরকার ।
সভাপতির বক্তব্যে মাওলানা ইয়াকুব শরাফতী সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে মক্কা-মদিনায় হজ মৌসুমে কোনো হজ এজেন্সি’র বিরুদ্ধে অভিযোগ না থাকলে বাড়ী পরিদশনের নামে অহেতুক হয়রানি বন্ধের জোর দাবী জানান। হাবের মহাসচিব শাহাদাত হোসাইন তসলিম বলেন, হজ ব্যবস্থাপনার কার্যক্রম সুন্দর ভাবে এগিয়ে চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনিদের্শনায় ও ধর্ম মন্ত্রণালয়ের সহযোগিতা নিয়ে হজের যাবতীয় কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলেও হাব মহাসচিব তসলিম আশাবাদ ব্যক্ত করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।