নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস ডেস্ক : সদ্য শেষ হওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হওয়ার বদৌলতে আইসিসি থেকে প্রাপ্ত অর্থ ছাড়াও বিশাল অঙ্কের বোনাস পাচ্ছে পাকিস্তানি ক্রিকেটাররা। রিতিমত ‘অর্থবৃষ্টি’র কবলেই পড়েছেন পাকিস্তানি খেলোয়াড়রা। দেশটির প্রধানমন্ত্রী ইতোমধ্যে দলের প্রত্যেক সদস্যকে এক কোটি রুপি করে বোনাস দেওয়ার ঘোষনা দিয়েছেন। ম্যাচ ফি তো থাকছেই, বোর্ড থেকেও মিলবে বাড়তি বোনাস। এছাড়া স্পন্সর প্রতিষ্ঠান ও ধনাট্য অনেক ব্যবসায়ী মোট অঙ্কের অর্থ দেওয়ার ঘোষনা দিয়েছেন সরফরাজদের। এক নির্মান ব্যবসায়ী দলের প্রত্যেক খেলোয়াড়কে ১০ লাখ রুপি ও একটি করে জমির প্লট দেওয়ার ঘোষনা দিয়েছেন।
বাড়তি অর্থ যোগ হয়েছে মাশরাফিদের নামেও। অষ্টম আসরের সেমিফাইনাল খেলতে পারায় ৩ কোটি ৬৩ লাখ টাকার প্রাইজমানি পাচ্ছে বাংলাদেশ। আরেক সেমিফাইনালিস্ট ইংল্যান্ডও টাইগারদের সমপরিমান প্রাইজমানি পাচ্ছে।
আসরের দ্বিতীয় সেমিফাইনালে ভারতের কাছে ৯ উইকেটে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় মাশরাফির দল। সেমিফাইনাল খেলতে পারায় আইসিসি থেকে প্রাইজমানি হিসেবে ৩ কোটি ৬৩ লাখ টাকা পাবে বাংলাদেশ। গ্রæপ পর্বের তুলনায় যা সাত-আট গুন বেশি। প্রাইজমানির পাশাপাশি ক্রিকেট বোর্ড থেকে প্রতি ম্যাচের ফি-ও পাবে মাশরাফি-মুশফিকুররা।
ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন্স হয়েছে পাকিস্তান। তাই পাকিস্তানের প্রাইজমানি সবচেয়ে বেশি। তারা পাবে ১৭ কোটি ৭৪ লাখ টাকা। রানার্স-আপ ভারত পাবে প্রায় ৯ কোটি টাকা।
গ্রæপ-পর্বে তৃতীয় হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শেষ করেছিলো অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। তাই তারা পাবে ৭২ লাখ টাকা করে। গ্রæপ-পর্বে চতুর্থ ও শেষ দল ছিলো শ্রীলংকা ও নিউজিল্যান্ড। তাদের আইসিসি দেবে ৪৮ লাখ টাকা করে। প্রাইজমানির জন্য এবারের চ্যাম্পিয়ন্স ট্র্রফিতে আইসিসি বাজেট বরাদ্ধ ছিলো ৩৬ কোটি টাকা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।