মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : উত্তর কোরিয়ার কারাগারে প্রায় ১৮ মাস আটক থাকার পর দেশে ফেরার এক সপ্তাহের মাথায় মৃত্যু হয়েছে ওটো ওয়ার্মবিয়ার নামের যুক্তরাষ্ট্রের এক শিক্ষার্থীর। এ ঘটনায় চরম নিন্দা প্রকাশ করে উত্তর কোরিয়াকে নিষ্ঠুর শাসক হিসেবে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওটোর মৃত্যুর খবর পাওয়ার পর ক্ষোভে ফেটে পড়া মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, এটি একটি নিষ্ঠুর শাসনতন্ত্রের কাজ। ঘটনাটি খুবই দুঃখজনক। তবে কিছুটা স্বস্তি পাওয়া যাচ্ছে এই ভেবেÍ আমরা অন্তত তাকে নিজ দেশে আপনজনদের কাছে ফিরিয়ে আনতে পেরেছিলাম। তিনি আরো বলেন, ওটোর এ মৃত্যুর মধ্য দিয়ে আমরা একটি বিষয় বুঝতে পেরেছি, তা হচ্ছেÑ আইনের শাসন ও ন্যূনতম মানবিকতা নেইÑ এ ধরনের দেশের হাতে পড়ে আমাদের আর কোনো নিষ্পাপ নাগরিক যাতে প্রাণ না হারায়, সে বিষয়ে সচেতন থাকতে হবে। ওটো ওয়ার্মবিয়ার নামের ২২ বছর বয়সী যুক্তরাষ্ট্রের এ শিক্ষার্থীকে স্বাস্থ্যজনিত কারণে গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রে ফেরত পাঠানো হয়। তিনি এক বছর ধরে কোমায় ছিলেন। দেশে ফেরত পাঠানোর ছয়দিনের মধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। গত বছর পর্যটক দলের সঙ্গে উত্তর কোরিয়ায় ঘুরতে যান ওটো। সেখানকার এক হোটেল থেকে রাজনৈতিক পোস্টার চুরির অপরাধে তাকে ১৫ বছরের কারাদÐ দেয়া হয়। তাকে এ শাস্তি প্রদানের পর থেকেই এ বিষয়ে যুক্তরাষ্ট্র চরম আপত্তি জানিয়ে আসছিল। ওটোর মৃত্যুর কথা উল্লেখ করে তার মা-বাবা ফ্রেড ও সিন্ডির পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, সোমবার সিনসিনাটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ওটো। নির্মম নির্যাতনের কারণেই আমাদের সন্তান পৃথিবী ছেড়ে চলে গেছে। উত্তর কোরিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, গত বছরের মার্চে আদালতের শুনানির পর বটুলিজম নামে বিরল এক ব্যাকটেরিয়ার কারণে প্যারালাইসিসে আক্রান্ত হন ওটো। বিবিসি, এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।