Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রেলে আসছে আরও ৫০ কোচ ৪ রিলিফ ক্রেইন

প্রধানমন্ত্রীর নির্দেশে কাজ করে যাচ্ছি : রেলমন্ত্রী

| প্রকাশের সময় : ২১ জুন, ২০১৭, ১২:০০ এএম



বিশেষ সংবাদদাতা : ইন্দোনেশিয়া থেকে স্টিলের তৈরি ৫০টি যাত্রীবাহী কোচ এবং জার্মানি থেকে ৪টি রিলিফ ক্রেইন আনছে বাংলাদেশ রেলওয়ে। গতকাল মঙ্গলবার রেলভবনে এ সংক্রান্ত দুটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রেলমন্ত্রী মোঃ মুজিবুল হক বলেন, ইন্দোনেশিয়া থেকে আরও ২শটি এমজি কোচ আসবে। একই সাথে আরও দেড়শটি কোচ আনার প্রক্রিয়া চলছে। সব মিলে আগামী বছর যাত্রীবাহী কোচের আর কোনো সমস্যা থাকবে না। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা রেলকে গণমানুষের পরিবহন করার জন্য কাজ করে যাচ্ছি।  রেলমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ধীরে ধীরে অগ্রগতির দিকে যাচ্ছে। এতো অল্প সময়ে অগ্রগতি হওয়ায় এখন গোটা বিশ্ব বাংলাদেশের প্রশংসা করে। এটা আমাদের প্রধানমন্ত্রীর অবদান।
চুক্তি অনুযায়ী ২১২ কোটি ৮৭ লাখ টাকায় ইন্দোনেশিয়ার ইনকা পিটি ইন্ডাস্ট্রি কারিটা এপিআই স্টিলের তৈরি ৫০টি যাত্রীবাহী বগি সরবরাহ করবে আগামী দুই বছরের মধ্যে। এ চুক্তিতে স্বাক্ষর করেন রেলপথ বিভাগের পক্ষে  রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (রোলিং স্টক) মো.সামসুজ্জামান এবং ইনকা পিটির পক্ষে আর আগুস এইচ পুরনোমো। গত বছর ইন্দোনেশিয়া ও ভারত থেকে মোট ২৭০টি যাত্রীবাহী কোচ আনা হয়েছিল। দুটি দেশের কোচের মধ্যে ইন্দোনেশিয়ার কোচগুলো ছিল উন্নত ও বিলাসবহুল।
পৃথক অপর এক চুক্তি অনুযায়ী জার্মানির কিরো আরডেল্ট দুটি মিটার গেজ ও দুটি ব্রড  গেজ রিলিফ ক্রেইন সরবরাহ করবে আগামী দুই বছরের মধ্যে। রিলিফ ক্রেইন কিনতে ১৫৬ কোটি ১৫ লাখ টাকা ব্যয় হচ্ছে। এ চুক্তিতে রেলপথ বিভাগের পক্ষে অতিরিক্ত মহাপরিচালক (রোলিং স্টক) মো.সামসুজ্জামানই স্বাক্ষর করেন। অন্যপক্ষে স্বাক্ষর করেন জার্মানির প্রতিষ্ঠানের বিক্রয় পরিচালক হাইনরিক ডি ক্লার্ক। জার্মানির দুটি করে চারটি যোগ হলে রেলওয়ের মিটার গেজ রিলিফ ক্রেইন হবে ১১টি, এবং ব্রড গেজ রিলিফ ক্রেইন হবে ৬টি। অনুষ্ঠানে রেলওয়ের মহাপরিচালক মোঃ আমজাদ হোসেন বলেন,আমাদের মিটার গেজের ৯টি ক্রেইনের মধ্যে ৬টি এবং ব্রডগেজের চারটির মধ্যে দুটি ক্রেইনের মেয়াদ শেষ হয়ে গেছে। ক্রেইনগুলো আনা হলে ট্রেন দুর্ঘটনায় উদ্ধারকাজ ত্বরান্বিত করা যাবে, মানুষের ভোগান্তিও কমবে। রেলওয়ের অতিরিক্ত সচিব কমল কৃষ্ণ ভট্টাচার্য বলেন, আমাদের দেশের যাত্রীরা এখন ট্রেনকে বেশি পছন্দ করেন। এজন্য যে কোনো দুর্ঘটনা বা লাইনচ্যুতির ঘটনায় রিলিফ ট্রেন খুবই প্রয়োজনীয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রেল

২৮ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ