Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অবরোধ তুলে নিলেই কেবল আলোচনা হতে পারে : কাতার

পররাষ্ট্রনীতি না পাল্টানো পর্যন্ত অবরোধ বহাল থাকবে : আমিরাত

| প্রকাশের সময় : ২১ জুন, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মুহাম্মাদ বিন আবদুর রহমান আলে সানি বলেছেন, বাণিজ্য অবরোধ ও ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে না নেওয়ার আগ পর্যন্ত তার দেশ আরব দেশগুলোর সঙ্গে কোনো আলোচনায় বসবে না। অবরোধ তুলে নিলেই কেবল আলোচনা হতে পারে। গত সোমবার রাজধানী দোহায় এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী শেখ মুহাম্মাদ বলেন, কাতার অবরুদ্ধ আছে, কোনো আলোচনা নয়। অবরোধ থাকা পর্যন্ত কোনো আলাচেনা হবে না; আলোচনা করতে হলে তাদেরকে অবরোধ তুলে নিতে হবে। কিন্তু এখন পর্যন্ত অবরোধ প্রত্যাহারের বিষয়ে আমরা কোনো অগ্রগতি দেখিনি অথচ আলোচনা শুরুর পূর্বশর্তই হচ্ছে অবরোধ প্রত্যাহার। এর কয়েক ঘণ্টা আগে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আনোয়ার গারগাশ বলেছেন, কাতার যতক্ষণ পর্যন্ত তার পররাষ্ট্রনীতি না পাল্টাবে ততক্ষণ পর্যন্ত দোহার ওপর অবরোধ বহাল থাকবে। তিনি জানান, কাতার এখনো অবরোধকারী সউদী আরব, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনসহ যেসব দেশ দুই সপ্তাহ আগে সম্পর্ক ছিন্ন করেছে তাদের কারো কাছ থেকে সুনির্দিষ্ট কোনো দাবি পায়নি। কাতারি মন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, নিষেধাজ্ঞা যদি অব্যাহত থাকে তাহলে কাতার বিকল্প ব্যবস্থা হিসেবে সউদী আরবের আঞ্চলিক প্রতিদ্ব›দ্বী ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলবে। তিনি বলেন, আমাদের সুরক্ষা পরিকল্পনা রয়েছে, যা মূলত: তুর্কি, কুয়েত ও ওমানের ওপর নির্ভরশীল। ইরান আমাদের বিমানের জন্য আকাশ ব্যবহারের অনুমতি দিয়েছে এবং যারা কাতারে পণ্য সরবরাহ নিশ্চিত করছে তাদের সবাইকে সহযোগিতা করছি। সন্ত্রাসবাদে সমর্থন ও ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রক্ষার অভিযোগ তুলে গত ৫ জুন সউদী আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিশর কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। এসব দেশ কতারের ওপর আকাশ, সমুদ্র ও স্থল অবরোধ আরোপ করে। বিবিসি, রয়টার্স।



 

Show all comments
  • মিজান ২১ জুন, ২০১৭, ১:২৬ পিএম says : 0
    অবরোধ না তুললে কীসের আলোচনা?
    Total Reply(0) Reply
  • ফোরকান ২১ জুন, ২০১৭, ১:২৭ পিএম says : 0
    সারা মুসলীম বিশ্বের উচিত কাতারের পাশে দাঁড়ানো।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ