Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভিভূত ইমরান, আফ্রিদিরা

| প্রকাশের সময় : ২০ জুন, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানের অসাধারণ জয়ে মুগ্ধ সে দেশের প্রাক্তন ক্রিকেটাররা। এই তালিকায় আছেন ইমরান খান, শহীদ আফ্রিদি, শোয়েব আক্তারেরা। এছাড়া বিশ্ব ক্রিকেটের অনেক সাবেকরাও নিজেদের মুগদ্ধতার কথা জানিয়েছেন পাকিস্তানের সাফল্যে।
ওভালের ম্যাচটিতে পাকিস্তানের জয়ের পরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক পোস্ট ভেসে উঠতে শুরু করে তাঁদের। ২০০৭-এ টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারতের কাছে হারা পাক দলের সদস্য ও স¤প্রতি অবসর নেওয়া প্রাক্তন অধিনায়ক মিসবা উল হক টুইট করেন, ‘তোমরা আমাদের খুশি ও গর্বিত করেছ ছেলেরা। এখান থেকেই ওঠা শুরু হোক আমাদের।’ ১৯৯২-এর বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক ইমরান খানের প্রতিক্রিয়া, ‘অভিনন্দন পাকিস্তান দল। ফখর জমানের প্রতিভার পরিচয় পেয়ে দারুণ লাগল।’ আর এক প্রাক্তন অধিনায়ক ও জনপ্রিয় ক্রিকেটার শহীদ আফ্রিদি টুইটারে লেখেন, ‘দুই দেশের সমর্থকদেরই এই ম্যাচটা বহু দিন মনে থাকবে। এই চ্যাম্পিয়ন্স ট্রফিটা চিরকাল মনে রাখব।’ ওয়াসিম আক্রমের উচ্ছ¡াস অনেকটা এ রকম, ‘ওয়াও...ওয়াও...ওয়াও। সবুজ দলের অবিশ্বাস্য পারফরম্যান্স। ১৯৯২-এর বিশ্বকাপ জয়ের কথা মনে পড়ছে। মনে হচ্ছে আকাশে উড়ছি।’ অন্যান্য দেশের প্রাক্তনরাও পাকিস্তানিদের এই জয়ে অভিভূত। কুমার সঙ্গকারা যেমন বলেছেন, ‘পাকিস্তানিদের কলিজার জোরটাই দেখা গেল। নিজেদের উপর আস্থা ও সাহস বুকে নিয়ে খেললে কী হয়, সেটাই দেখা গেল।’ নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাকালাম, অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথও সরফরাজ আমেদকে অভিনন্দন জানিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ