Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জয় চায় দু’দলই

প্রকাশের সময় : ৮ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : এএফসি কাপের চূড়ান্ত পর্বে ‘ই’ গ্রæপের খেলায় বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও ফিলিপাইনের চ্যাম্পিয়ন সেরেস লা সাল এফসি উভয়েই জয় চায়। তাদের লক্ষ্য ভালো খেলে জয় তুলে নেয়া। আজ সন্ধ্যা ৬টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মুখোমুখী হচ্ছে এ দু’দল। ম্যাচকে সামনে রেখে গতকাল দুপুরে মিডিয়াকে নিজেদের লক্ষ্যের কথা জানান সেরেস লা সাল ও শেখ জামালে কোচ ও অধিনায়ক।
প্রথম ম্যাচে নিজ মাঠে মালয়েশিয়ার সেলানগর এফসির বিপক্ষে ২-২ গোলে ড্র’র হতাশা ভুলতে পারছে না ফিলিপাইনের ক্লাবটি। তাই বাংলাদেশ চ্যাম্পিয়নদের বিপক্ষে জয়ের বিকল্প ভাবছে না তারা।
সেরেস লা সালের কোচ ফ্র্যাংক মিউসকান বলেন, ‘এ ম্যাচটিকে আমরা সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে নিয়েছি। জয় ছাড়া অন্য কিছু ভাবছি না আমরা।’ বাফুফে ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে অধিনায়ক ডিফেন্ডার হুয়ান লুইসও বলেন একই কথা। তিনি বলেন, ‘আমাদের জেগে ওঠার ম্যাচ এটা, গত দুটি ম্যাচে আমরা জিততে পারিনি, শেখ জামালের বিপক্ষে জয় দিয়েই আমরা এএফসি কাপে টিকে থাকতে চাই। আমরা জানি, এটি খুব কঠিন কাজ তবে অসম্ভব নয়।’
ফিলিপাইনের ক্লাবটির খেলোয়াড় তালিকা দেখলে অনেকে বিস্মিত হবেন। কারণ তাদের একাদশে ফিলিপিনো আছেন মাত্র দু’জন খেলোয়াড়। সব খেলোয়াড় দ্বৈত নাগরিক। কেউ জার্মান বংশোদ্ভূত, কেউ ইতালিয়ান বা স্প্যানিশ। দু’জন কোরিয়ান খেলোয়াড়ও রয়েছেন এই দলে। অধিনায়ক হুয়ান লুইসের জন্ম স্পেনের মালাগায়, তিনি সেখানকার জাতীয় দলেরও ডিফেন্ডার।
কোচ মিউসকানের জানা আছে শেখ জামাল সিংগাপুরের ট্যাম্পাইন্স রোভার্সের কাছে ৪-০ গোলে হেরেছে। তাই মরণ কামড় দেয়ার প্রস্তুতি নিচ্ছে তারা। এ প্রসঙ্গে সেরেস লা সালের কোচ বলেন, ‘আমরা শেখ জামালকে সম্মান করি, তারা খেলবে নিজ মাঠে। আগের ম্যাচর চেয়ে আরও শক্ত প্রতিপক্ষ হিসেবেই মাঠে নামবে তারা। তাই ওদের বিপক্ষে আমাদের সেরটা না দিয়ে উপায় নেই। ম্যাচে ‘যারা ভালো খেলবে তারাই জিতবে।’
শেখ জামালের ওেকাচ শফিকুল ইসলাম মানিক বলেন, ‘আমরা প্রস্তুত। ছেলেরা মুখিয়ে আছে সেরেস লা সালের বিপক্ষে ভালো খেলতে। আশা করি তারা নিজেদের সেরাটা মাঠে ঢেলে দেবে এবং জয় তুলে নেবে।’
অধিনায়ক ওয়েডসন বলেন, ‘প্রথম ম্যাচের সিংগাপুরের দলের কাছে হারের কারণে আমরা ব্যাক ফুটে রয়েছি। তাই আগামীকাল (আজ) ফিলিপাইনের দলটিকে হারাতে চাই। আমাদের সেই রসদ রয়েছে। আমরা ভালো খেলে জয় তুলে নেবো আশা করি।’

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জয় চায় দু’দলই

৮ মার্চ, ২০১৬
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ