পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : দুবাইয়ে অনুষ্ঠিত ২১তম দুবাই হলি কুরআন এ্যাওয়ার্ড প্রতিযোগীতায় ১০৩ টি দেশের প্রতিযোগিদেরকে পরাজিত করে বৃহস্পতিবার ১ম স্থান অর্জন করেছে হাফেজ ক্বারী নেছার আহমাদ আন নাছিরী পরিচালিত দনিয়া যাত্রাবাড়ীস্থ মাদরাসা মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার ছাত্র হাফেজ ত্বরিকুল ইসলাম। পুরস্কার হিসেবে বাংলাদেশি টাকায় ৬০ লক্ষ টাকা, আন্তর্জাতিক সনদ গ্রহণ করেন দুবাইয়ের শাসক শেখ আহমাদ বিন রাশেদ আল মাখতুম এর কাছ থেকে। বিশ্ব কুরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সউদীর বাদশার পক্ষে সউদী আরবের মক্কার গর্ভনর শেখ আহমদ বিন আব্দুল আজিজ বিন আলী শেখ, মক্কার ইমাম ড.আব্দুল্লাহ আলী বাসপারসহ মিশর বাহরাইন ইয়েমেন. সউদী আরবসহ অনেক দেশের মেহমানগন । অনুষ্ঠানে হাফেজ ক্বারী ত্বরিকুল ইসলাম ৬০ লক্ষ টাকা পুরস্কার ছাড়াও আন্তর্জাতি সনদ ক্রেষ্ট এ্যাওয়ার্ডসহ আরো অনেক উপহার সামগ্রী গ্রহণ করেন। ১০৩ টি দেশের প্রার্থীদের পরাজিত করে হাফেজ ত্বরিকুল ইসলাম বলেন, কুরআনের এ বিজয় বাংলার ১৭ কোটি জনতার। এ বিজয় বাঙ্গালী জাতির। উক্ত অনুষ্ঠানে বিচারক হিসেবে মিশর, বাহরাইন, সউদী, দুবাই ইয়েমেনসহ বিভিন্ন দেশের বিখ্যাত হাফেজ ও ক্বারীগণ। এতে বিশ্ব মিডিয়া ও বাংলাদেশী বিভিন্ন মিডিয়া উপস্থিত ছিলেন। ত্বরিকের এ বিজয় বিশ্ব মিডিয়া সাড়া ফেলেছে। উল্লেখ্য কয়েক দিন আগে উক্ত মাদরাসার ছাত্র হাফেজ সাইফুর রহমান কুয়েতে বিশ্ব কুরআন প্রতিযোগিতায় ৭০ টি দেশের হাফেজদেরকে পরাজিত করে ২য় স্থান অর্জন করে প্রায় ৩০ লক্ষ টাকা ও আন্তর্জাতিক সনদ লাভ করে। অন্ধ হাফেজ আব্দুল করিম নামের আরো একজন হাফেজ ইরানে পুরুষ্কৃত হন। গত দুই দিন আগেও জর্দানে বিশ্বের ৯০ টি দেশের সাথে কুরআন প্রতিযোগিতায় অংশ নিতে জর্ডানে গিয়েছেন ফারহান হাবিব আওলাদ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।