Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভূমধ্যসাগরে আসছে রুশ রণতরী

প্রকাশের সময় : ৮ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : রাশিয়ার নৌবাহিনী ভূমধ্যসাগরে তাদের ছোট জাহাজ বহরের পাশে সিঙ্গেল বিমানবাহী রণতরী এডমিরাল কুজনেতসোভ মোতায়েন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, বর্তমানে মরমানস্ক সমুদ্র বন্দরে অবস্থানরত কুজনেতসোভ সামনের গ্রীষ্মে ভূমধ্যসাগরের উদ্দেশ্যে যাত্রা করবে। মরমানস্কে নোঙ্গররত রণতরীটি মেরামতের জন্য নিয়ে আসা হয়েছে। ২০১৩ সাল থেকে ভূমধ্যসাগরে রুশ বাহিনী স্থায়ীভাবে অবস্থান গ্রহণ করেছে। উত্তর সাগর ও কৃষ্ণ সাগরে অবস্থানরত নৌ-বহরের ১০টিরও বেশি যুদ্ধজাহাজ পর্যায়ক্রমে ভূমধ্যসাগরে মোতায়েন করা হয়। তাস জানিয়েছে, বর্তমানে সেখানে ক্ষেপণাস্ত্র ক্রুইজার ভারয়াগ, বিমান বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থা এবং অ্যান্টি সাবমেরিন জাহাজ ভাইস এডমিরাল কুলাকভ অবস্থান করছে। রাশিয়ার যুদ্ধজাহাজগুলো আধুনিকীকরণ ও সু-৩৩ এর পরিবর্তে আধুনিক মিগ-২৯ নির্ভর বিমানবাহিনী গঠনের পরিকল্পনা গ্রহণ করা হলেও বিমানবাহী রণতরী কুজনেতসোভ প্রায় ৩৫ বছর যাবৎ রুশ নৌবাহিনীর অন্যতম অনুসঙ্গ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভূমধ্যসাগরে আসছে রুশ রণতরী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ