Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ওআইসি অপ্রাসঙ্গিক হয়ে যেতে পারে : জোকো

প্রকাশের সময় : ৮ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো মুসলিম দেশগুলোকে ইসরাইল-ফিলিস্তিন সংঘাতে সমস্যার অংশ না হয়ে সমাধানের অংশ হওয়ার আহ্বান জানিয়েছেন। বিশ্বের বৃহত্তম মুসলিম প্রধান দেশটির প্রেসিডেন্ট বলেন, ফিলিস্তিন পরিস্থিতির অবনতিতে পুরো বিশ্ব উদ্বিগ্ন। তিনি ইসরাইলের একতরফা ও বেআইনি নীতিরও সমালোচনা করেন। গতকাল সোমবার জাকার্তায় ৫৭ সদস্য বিশিষ্ট ইসলামী সম্মেলন সংস্থার এক বিশেষ বৈঠকে জোকো এসব কথা বলেন। ওআইসির উচিত সমস্যার অংশ না হয়ে সমাধানের অংশ হওয়া, উদ্বোধনী অনুষ্ঠানের ভাষণে বলেন জোকো। ওআইসি যদি ফিলিস্তিনি সমাধানের অংশ হতে না পারে তবে এটি অপ্রাসঙ্গিক হয়ে যাবে বলেন জোকো। সম্মেলনে অন্যান্যের মধ্যে সুদানের প্রেসিডেন্ট ওমর আল বশিরও অংশ নিয়েছেন, যার বিরুদ্ধে সুদানের দারফুর অঞ্চলে যুদ্ধাপরাধের  দায়ে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ওআইসি অপ্রাসঙ্গিক হয়ে যেতে পারে : জোকো
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ