Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঈদ আনন্দমেলার থিম সং নির্মান করলেন তানভীর তারেক

| প্রকাশের সময় : ১৭ জুন, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: এবারের ঈদে বিটিভির আনন্দমেলার থিম সং নির্মান করলেন তানভীর তারেক। এ নিয়ে তিনি দ্বিতীয়বারের মতো এই থিম সং নির্মাণ করলেন। তানভীর তারেকের কথা-সুর ও সঙ্গীতে এবারের ঈদ আনন্দমেলার থিম সংটি গেয়েছেন আঁখি আলমগীর, মেহরীন, তানভীর তারেক ও শাহরিয়ার রাফাত। সম্প্রতি বিটিভির আনন্দমেলার জমকালো সেট-এ এই থিম সং-এর শূটিং সম্পন্ন হয়। তানভীর তারেক বলেন, ‘এটা যে কোনো সঙ্গীত পরিচালকরে জন্যই অনেক সম্মানের বিষয়। কারণ শৈশব-কৈশরের দিনগুলোতে ঈদ আনন্দমেলা মানেই ঈদের সবচেয়ে বড় আয়োজন। সেই অনুষ্ঠানে দ্বিতীয়বারের মতো থিমসং করলাম- এটা সত্যিই বড় আনন্দের ঘটনা। বিটিভি কর্তৃপক্ষকে ধন্যবাদ কৃতজ্ঞতা আমার কাজের প্রতি আস্থা রাখার জন্য। এবারের থিম সংটি একটি নতুন আঙ্গিকে তৈরি করার চেষ্টা করেছি। প্রথমবারের মতো গানে আমি ঈদ শুভেচ্ছা মেসেজের পাশাপাশি শিল্পীর নাম ব্যবহার করেছি লিরিকের ভেতরে। আশা করছি গানটির এই বৈচিত্র উপভোগ করতে পারবেন।’ আঁখি আলমগীর বলেন,‘তানভীর ভাইয়ের সুরে এর আগে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের থিম সং-এ কন্ঠ দিয়েছি। এবারে বিটিভির ঈদ আনন্দমেলায় কন্ঠদিয়ে সত্যিই ভালো লাগছে। কারণ গানটি দারুন রিদমিক ও ফেস্টিভ সং হয়েছে। আমরা বিটিভির সেটে শূটিং করতে গিয়েও দারুণভাবে উপভোগ করেছি।’ মেহরীন বলেন, ‘দীর্ঘদিন পর বিটিভিতে এমন একটি উৎসব মুখর গানের শূটিং করলাম। তানভীর তারেককে অসংখ্য ধন্যবাদ শিল্পী হিসেবে আমাকে নির্বাচন করার জন্য। আর একটি ভালো গান করলে নিজের ভেতরেও সেটা বোঝা যায়। বিটিভির ঈদ আনন্দমেলার পরিপূর্ণ একটি থিম সং হয়েছে বলে আমি মনে করি।’ শাহরিয়ার রাফাত বলেন, ‘প্রথমে তানভীর ভাইকে ধন্যবাদ আমাকে নির্বাচন করার জন্য। এত বড় মাপের অনুষ্ঠানে সুযোগ ও গাইতে পারা। অসম্ভব সুন্দর একটি গান হয়েছে। এবং আমি বলবো আনন্দমেলার জন্য একদম পারফেক্ট একটি গান।’ আনন্দমেলা ঈদের দিন রাত ১০ টার ইংরেজী সংবাদের পর প্রচার হবে। এবারের ঈদ আনন্দমেলা উপস্থাপনা করেছেন সজল ও নাবিলা। প্রযোজনা করেছেন আনোয়ার রঞ্জু ও মাহফুজার রহমান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঈদ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ