Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আফগানিস্তানে তোরা বোরা দখল করে নিয়েছে আইএস

| প্রকাশের সময় : ১৭ জুন, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : আফগানিস্তানের বিখ্যাত তোরা বোরা পাহাড় এলাকা দখল করে নিয়েছে জিহাদি সংগঠন আইএস। পাকিস্তান সীমান্ত সংলগ্ন এলাকাটি গুহা এবং সুড়ঙ্গে পরিপূর্ণ। আফগান কর্মকর্তারা জানিয়েছেন, প্রতিদ্ব›দ্বী তালেবানের সঙ্গে কয়েক দিনের প্রচন্ড যুদ্ধের পর এ এলাকা দখল করে নেয় জিহাদিরা। ওই এলাকার পুলিশ কমান্ডার শাহ ওয়ালি বলেছেন, তোরা বোরায় তালেবানের শক্তিশালী ঘাঁটি ছিল, কিন্তু লড়াই করে এ এলাকা দখল করেছে আইএস। তিনি আরো জানান, অচিন জেলা দখল করার পর জিহাদিরা দ্বিতীয় আরেকটি ঘাঁটির খোঁজ করছিল এবং এবারে তা পেয়েছে। অচিন জেলাও একই প্রদেশ অবস্থিত। অপরদিকে আফগানিস্তানে আরো অন্তত ৪,০০০ সেনা পাঠাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের একজন কর্মকর্তা এ খবর জানিয়ে বলেছেন, এসব সেনার মধ্যে মার্কিন বিশেষ বাহিনীর সদস্য থাকবে কয়েকশ’। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা গত বৃহস্পতিবার বলেছেন, আগামী সপ্তাহের গোড়ার দিকে প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাট্টিস এ সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণা দেবেন। এদিকে আইএস ঘোষণা করেছে, আফগানিস্তানে তাদের নিয়ন্ত্রিত এলাকার সংখ্যা বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে। এ জন্য সরকার বা তালেবানের কাছ থেকে আরো এলাকা দখল করে নেয়া হবে বলেও ঘোষণা দিয়েছে আইএস কমান্ডার আবু ওমর খোরাসানি। স¤প্রতি ম্যাট্টিস মার্কিন কংগ্রেসের এক শুনানিতে বলেছিলেন, আফগান যুদ্ধে আপাতত জয়ী হওয়ার কোনো সম্ভাবনা নেই। তখনই পর্যবেক্ষকরা বলেছিলেন, যুদ্ধবিধ্বস্ত দরিদ্র দেশটিতে আরো বেশি সৈন্য পাঠানোর অজুহাত হিসেবে এ দাবি করেছেন ম্যাট্টিস। আফগানিস্তানে বর্তমানে ৮,৪০০ মার্কিন সেনার পাশাপাশি ন্যাটো জোটের অন্যান্য দেশের আরো ৫,০০০ সেনা মোতায়েন রয়েছে। পেন্টাগন নিজে আফগানিস্তানে ৪,০০০ অতিরিক্ত সেনা পাঠানোর পাশাপাশি ন্যাটোভুক্ত দেশগুলোকেও দেশটিতে আরো ৫,০০০ সেনা পাঠানোর আহŸান জানিয়েছে। ২০১৪ সালের শেষ নাগাদ আফগানিস্তানে তালেবান বিরোধী যুদ্ধ আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘোষণা করে যুক্তরাষ্ট্র। বর্তমানে দেশটির সেনারা আফগান সেনাবাহিনীকে প্রশিক্ষণ ও সামরিক উপদেশ দেয়ার কাজে নিয়োজিত রয়েছে বলে দাবি করে ওয়াশিংটন। কিন্তু এবার দেশটিতে অতিরিক্ত সৈন্য পাঠানোর সিদ্ধান্তের অর্থ হচ্ছে, আফগানিস্তানে আবার তালেবান বিরোধী যুদ্ধে জড়াতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। পার্সটুডে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ