Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিডনির উপকণ্ঠে তিনজন গুলিবিদ্ধ, কয়েকজন জিম্মি

প্রকাশের সময় : ৮ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : অস্ট্রেলিয়ার সিডনি শহরের উপকণ্ঠে একটি শিল্প এলাকায় তিনজন গুলিবিদ্ধ হয়েছেন এবং সম্ভবত একটি কারখানায় কয়েকজনকে জিম্মি করে রাখা হয়েছে। গতকাল সোমবার পুলিশের বরাতে এসব খবর জানিয়ে বার্তা সংস্থা রয়টার্স বলেছে, কোন কারণে এমন ঘটনার সূত্রপাত হয়েছে তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার হওয়া যায়নি। নিউ সাউথ ওয়েলস রাজ্য পুলিশের একজন মুখপাত্র তিনজন গুলিবিদ্ধ হওয়ার কথা জানিয়েছেন। অস্ট্রেলীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে একজন নিহত এবং আহত অপর দুজনকে হাসপাতালে নেয়া হয়েছে বলে জানানো হয়। কিন্তু তাৎক্ষণিকভাবে এসব প্রতিবেদনের সত্যতা নিশ্চিত করতে পারেনি পুলিশ। পুলিশের ওই মুখপাত্র বলেছেন, ট্যাকটিক্যাল রেসপন্স টিম ও মধ্যস্ততাকারীরা ঘটনাস্থলে রয়েছেন এবং কারখানা ভবনটিতে ঢোকার চেষ্টা করছেন। বিবিসি জানিয়েছে, কারখানা ভবনটিতে এক বন্দুকধারী অবস্থান নিয়ে আছেন বলে ধারণা করছে পুলিশ। এখানে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত ও অপর দুজন আহত হয়েছেন। বন্দুকধারী কাউকে জিম্মি করেছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। তিনি স্বয়ংক্রিয় রাইফেল ব্যবহার করছে বলে গণমাধ্যমের খবরগুলোতে বলা হয়েছে। লিভারপুল হাসপাতালে ভর্তি আহত দুজনের অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্মীরা। প্রকাশিত ছবিগুলোতে ভারী অস্ত্রে সজ্জিত পুলিশকে কারখানা ভবনটি ঘিরে রাখতে দেখা গেছে। রাস্তার পাশে ফুটপাতে সাদা কাপড়ে ঢাকা একটি লাশ রাখা আছে বলে মনে হয়েছে। ঘটনাস্থল থেকে একজনকে  গ্রেফতার করা হয়েছে। কিন্তু পুলিশ বলছে তদন্ত কাজে বিঘœ সৃষ্টি করার দায়ে তাকে  গ্রেফতার করা হয়েছে। ২০১৪-র ডিসেম্বরে এক নিঃসঙ্গ বন্দুকধারী নিজেকে ইসলামিক স্টেটের (আইএস) অনুসারি দাবি করে সিডনির একটি ক্যাফেতে ১৭ জনকে জিম্মি করে রেখেছিল। ১৬ ঘণ্টা পর পুলিশের অভিযানে দুই জিম্মি ও বন্দুকধারীর মৃত্যুর মধ্য দিয়ে ওই রক্তাক্ত ঘটনার অবসান হয়। বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিডনির উপকণ্ঠে তিনজন গুলিবিদ্ধ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ