Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বঙ্গবন্ধু সাফারি পার্কে জন্ম নিল প্রথম জিরাফ শাবক

| প্রকাশের সময় : ১৬ জুন, ২০১৭, ১২:০০ এএম

মোঃ দেলোয়ার হোসেন, গাজীপুর থেকে : গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে দুইটি জিরাফের মৃত্যু শবকের শোক কাটতে না কাটতেই মঙ্গলবার সকালে জন্ম নিল জিরাফ পরিবারে প্রথম জীবিত অতিথি। তবে বাচ্চাটি পুরুষ না মাদি তা এখনো নিশ্চিত করতে পারেনি পার্ক কর্তৃপক্ষ। ঈদের আগে পার্কে জিরাফের নতুন এ সদস্য জন্ম লাভে পার্কের কর্মকর্তা-কর্মচারীদের মাঝে চলছে খুশীর আমেজ। বর্তমানে পার্কে জিরাফের সদস্য সংখ্যা ৯টি।
সাফারী পার্কের বন্য প্রাণী পরিদর্শক মোঃ আনিসুর রহমান বলেন, জন্ম নেয়া শাবক ও তার মায়ের সুস্থতা বিবেচনায় জিরাফ বেষ্টনী এলাকায় একজন ভেটেরিনারি চিকিৎসকের অধীনে সার্বক্ষণিক পরিচর্যা ও নজরদারি বৃদ্ধি করা হয়েছে। তাদের স্বাভাবিক খাবার গাজর, ছোলা, কলা, সবুজ ঘাস ও গমের ভূসি ছাড়াও বিভিন্ন ধরনের ভিটামিন দেয়া হচ্ছে। বাচ্চা জিরাফটি দিনভর তার মায়ের সাথে জিরাফ বেষ্টনীতে ঘুরে বেড়াচ্ছে। শাবকের সঙ্গে মায়ের সখ্যতা দেখে বেজায় খুশি পার্কের কর্মকর্তারা।
পার্কে কর্মরত ওয়াইল্ড লাইফ সুপারভাইজার মোঃ সরোয়ার হোসেন জানান, ২০১৩ সালে ও ২০১৫ সাল পর্যন্ত সাফারি পার্কে চার দফায় দক্ষিণ অফ্রিকা থেকে ১২টি জিরাফ আনা হয়। কিন্তু ২০১৬ সালের মাঝামাঝি সময়ে দুইটি এবং ২০১৭ সালের ১৭ মে দুইটিসহ মোট চারটি জিরাফ অসুস্থ হয়ে মারা যায়। বর্তমানে শাবক জিরাফটি ছাড়া পার্কে তিনটি পুরুষ এবং পাঁচটি মাদি জিরাফ রয়েছে। নিরাপত্তার কথা বিবেচনা করে বেষ্টনীতে প্রবেশ না করায় বাচ্চাটি পুরুষ না মাদি তা নির্ধারণ করা সম্ভব হয়নি।
প্রসবের পর থেকে বাচ্চাকে নিয়ে মা জিরাফ বেষ্টনীতে অন্যদের থেকে আলাদা হয়ে চলাফেরা করছে। মা ও শিশু জিরাফটি সুস্থ রয়েছে। বাচ্চাটি কিছুক্ষণ পর পর মায়ের দুধ পান করছে। খেলা করছে। সপ্তাহ খানেক পর জিরাফের বাচ্চা মায়ের দুধের পাশাপাশি অন্য খাবার খেতে শুরু করে। ৩-৫ বছর বয়সে জিরাফ পূর্ণতাপ্রাপ্ত এবং প্রজননক্ষম হয়। ১৪-১৫ মাস গর্ভকালীণ সময়ের পর সাধারণত একটি মা জিরাফ একটি বাচ্চা প্রসব করে। প্রতিটি জিরাফের গড় আয়ু প্রাকৃতিক পরিবেশে ২০-২৫ বছর এবং বেষ্টনীযুক্ত পরিবেশে প্রায় ২৮বছর। পূর্ণবয়স্ক জিরাফের গড় ওজন ১৬শ থেকে ২৪শ পাউন্ড এবং বাচ্চা জিরাফের গড় ওজন হয় ১০০-১১৫ পাউন্ড। পূর্ণ বয়স্ক জিরাফের উচ্চতা ১৯ ফুট এবং তাদের জিহŸার দৈর্ঘ্য আরো দুই ফুট। এরা উঁচুতে থাকা গাছের পাতা বা তৃণ লম্বা জিহŸা দিয়ে মুখে টেনে নিয়ে খায়। সাধরণত এরা পানি কম পান করে। পানি পান করার সময় সামনের পা দুটি ছড়িয়ে দিয়ে মাথা নিচু করে পানি পান করে থাকে। জিরাফ সাধারণত দলবদ্ধ হয়ে বসবাস করতে পছন্দ করে। তবে মজার বিষয় হলো প্রজনন সময়ে একাধিক পুরুষ জিরাফ কোন মাদি জিরাফের সাথে মিলিত হতে গলে পুরুষ জিরাফরা যুদ্ধে লিপ্ত হয়। পরে বিজয়ী পুরুষ জিরাফই মাদি জিরাফের মিলিত হওয়ার সম্মতি পায়। একটি মাদি জিরাফ ১৫-২০বছর পর্যন্ত বাচ্চা প্রসবের ক্ষমতা থাকে।
সাফারি পার্কের প্রকল্প পরিচালক মোঃ সামসুল আজম জানান, মা জিরাফ বা শাবকের কোন নাম আমরা রাখিনি। সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে পরে নাম রাখা হবে। তবে বৃহস্পতিবার একটি জাতীয় দৈনিক পত্রিকা মা জিরাফের নাম ভরসা এবং বাচ্চার নাম আশা রেখে প্রচার করেছে। বাচ্চাটি মঙ্গলবার প্রসব করলেও পত্রিকায় তা প্রচার করেছে বুধবার। যা বিভান্তিকর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বঙ্গবন্ধু

৮ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ