প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
অভি মঈনুদ্দীন: বেশকিছু ধারাবাহিক নাটকে নিয়মিত অভিনয় করছেন নাদিয়া আহমেদ। তবে ঈদ উপলক্ষে সেসব ধারাবাহিকের কাজ বন্ধ রেখেছেন। ঈদের নাটকের কাজ নিয়ে ব্যস্ত তিনি। একের পর এক ঈদের নাটকে কাজ করছেন তিনি। এরইমধ্যে শেষ করেছেন শহীদুজ্জামান সেলিমের নির্দেশনায় ‘রবিনহুড আসে নাই তাই’, সকাল আহমেদ’র ‘২০০ কাঠবেলি’, ‘বøাইন্ডনেস’, মীর সাব্বিরের ‘স্বার্থই সকল সুখের মূল’, তাইফুর আশিকের ‘তোর কপালে দুঃখ আছে’, আনিসুজ্জামানের ‘অবশেষে অবসান’, মিনহাজের ‘স্বীকৃতি’ নাটকের কাজ। এছাড়া শিগগিরই বদরুল আনাম সৌদ ও শান্তির নির্দেশনায় আরো দু’টি নাটকের কাজ করবেন নাদিয়া। নাদিয়ার মতে এবারের ঈদে যে নাটকগুলোতে তিনি কাজ করছেন তা অনেক ভেবে চিন্তে করছেন। ঈদে চ্যানেলে চ্যানেলে তার নাটক প্রচার হতে হবে এমন ভাবনা নিয়ে নাটক করছেন না। নাদিয়া বলেন, ‘এবারের নাটকগুলোতে আমার প্রত্যেকটি চরিত্রেই বিচিত্রতা খুঁজে পাবেন দর্শক। আমি এবার গল্পে এবং চরিত্রে যথেষ্ট মনোযোগ দিয়েছি। আমার অভিনয়ে সবচেয়ে বেশি ভিন্নতা খুঁজে পাবেন দর্শক শহীদুজ্জামান সেলিম ভাইয়ার নাটকটিতে। এছাড়া মাহফুজ ভাই’র সঙ্গে প্রথম কাজ করেছি সকাল আহমেদ’র দুটি নাটকে। এই দুটি নাটক নিয়েও আমি আশাবাদী। পাশাপাশি অন্য নাটকগুলোও দর্শকের ভালোলাগার কথা। সবমিলিয়ে এবারের ঈদের নাটকগুলো আমার হৃদয় ছুঁয়ে গেছে। আশা করি, দর্শকেরও মন ছুঁয়ে যাবে।’ এছাড়া বিটিভিতে আনজাম মাসুদের ‘পরিবর্তন’ ম্যাগাজিন অনুষ্ঠানে নৃত্য পরিবেশ করতে দেখা যাবে নাদিয়াকে। আগামী ১৭ জুন এর রেকর্ডিং সম্পন্ন হবে বলে জানান নাদিয়া। ঈদে নাদিয়া ও তার স্বামী মিনহাজের ‘স্বীকৃতি’ নাটকে অভিনয় করেছেন। এবারের ঈদে এই একটি মাত্র নাটকেই নাদিয়া নাঈমকে দেখা যাবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।