বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানাধীন ধর্মপুর আজাদী বাজার এলাকায় অভিযান চালিয়ে একটি একে-২২ রাইফেল, ২টি ওয়ানশুটারগান, একে-২২ রাইফেলের দুটি ম্যাগাজিন ও ১৩ রাউন্ড গুলিসহ এক সন্ত্রাসীকে পাকড়াও করেছে র্যাব। গ্রেফতারকৃত মোঃ শাহনেওয়াজ কাওছার (২৮) ধর্মপুর গ্রামের মোঃ সালামের পুত্র। র্যাব-৭ চট্টগ্রামের সহকারি পরিচালক এএসপি আমিরুল্লাহ জানান, কতিপয় অস্ত্রধারী সন্ত্রাসী অত্যাধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সন্ত্রাসী কর্মকান্ড সংগঠনের উদ্দেশ্যে উক্ত এলাকায় অবস্থান করছে-এমন খবর পেয়ে শনিবার রাতে র্যাব সেখানে অভিযান চালায়। স্কোয়াড্রন লীডার শাফায়াত জামিল ফাহিম এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার মিমতানুর রহমানের নেতৃত্বে র্যাবের একটি চৌকষ আভিযানিক দল অস্ত্র গুলিসহ তাকে হাতেনাতে গ্রেফতার করে। র্যাব জানায়, গ্রেফতারকৃত সন্ত্রাসী পেশাদার অপরাধী ও অস্ত্র ব্যবসায়ী। তার বিরুদ্ধে ফটিকছড়ি থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।
চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ১
এদিকে নগরীর বাকলিয়া থানাধীন কর্ণফুলী শাহ আমানত সেতু এলাকা থেকে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার আব্বাস উদ্দীন (৩৭) জেলার আনোয়ারা উপজেলার উত্তর সরঙ্গা গ্রামের আব্দুন নবীর পুত্র। মহানগর গোয়েন্দা পুলিশের একটি বিশেষ দল গতকাল (রোববার) দুপুরে কর্ণফুলী সেতু এলাকায় এ অভিযান চালায়। জিজ্ঞাসাবাদে আব্বাস উদ্দীন স্বীকার করে সে দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা এনে চট্টগ্রাম মহানগরীতে বিক্রি করে আসছিল। তার বিরুদ্ধে বাকলিয়া থানায় মামলা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।