Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নির্ধারিত সময়ে ব্রেক্সিট আলোচনার অঙ্গীকার

| প্রকাশের সময় : ১২ জুন, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ব্রিটেনের সাধারণ নির্বাচনে কনজারভেটিভ পার্টি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভে ব্যর্থ হওয়ায় সমালোচকদের তোপের মুখে পড়েছেন থেরিসা মে। সমালোচনার পাশাপাশি মে’র পদত্যাগের দাবি জানাচ্ছেন অনেকে। তবে চলমান বৈরী পরিস্থিতিতেও নিজের অবস্থান থেকে সরে আসেননি তিনি। ব্রিটেনের পরবর্তী সরকার গঠনের পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে ব্রেক্সিট আলোচনা শুরুর অঙ্গীকার করেন টেরিসা মে। একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করতে ব্যর্থ হওয়ায় উত্তর আয়ারল্যান্ডের ডেমোক্রেটিক ইউনিয়নিস্ট পার্টির (ডিইউপি) সঙ্গে মিলিতভাবে সরকার গঠন করে মার কনজারভেটিভ পার্টি। সাধারণ নির্বাচনে মোট ১০টি আসনে জয়লাভ করেছে ডিইউপি। তবে ব্রেক্সিটপন্থী ডিইউপির সঙ্গে আনুষ্ঠানিকভাবে জোট না বেঁধে ভোটের ভিত্তিতে কাজ করবে মে’র দল। শুক্রবার ডাউনিং স্ট্রিটের বাইরে বক্তব্য প্রদান করেন টেরিসা মে। মে বলেন, অর্থমন্ত্রী পদে ফিলিপ হ্যামন্ড, পররাষ্ট্রমন্ত্রী পদে বরিস জনসন এবং ব্রেক্সিট-বিষয়ক মন্ত্রী হিসেবে ডেভিড ডেভিস বহাল থাকবেন। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব্রেক্সিট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ