Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চুক্তি ছাড়াই ব্রেক্সিটের সম্ভাবনা : জনসন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ ডিসেম্বর, ২০২০, ১২:০১ এএম

ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য চুক্তি করতে যুক্তরাজ্যের ব্যর্থ হওয়ার সম্ভাবনা প্রকট বলে মন্তব্য করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ব্রাসেলসে টানটান উত্তেজনার সভার মধ্যে প্রথমবার ব্রেক্সিট চুক্তি নিয়ে কথা বলতে এসে জনসন বলেছেন, যুক্তরাজ্যের নাগরিক ও বিভিন্ন কোম্পানির এখন চুক্তিবিহীন পরিস্থিতিকে বিবেচনায় নেয়া উচিত। দুই পক্ষের মধ্যে আলোচনা অব্যাহত থাকলেও আলোচকরা এখনও চুক্তির কাছাকাছিও যেতে পারেননি, বলেছেন তিনি। ৩১ ডিসেম্বরের পর যুক্তরাজ্যের আর ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাণিজ্য নীতি মানার বাধ্যবাধকতা না থাকায় বাণিজ্য চুক্তিতে পৌঁছাতে দুই পক্ষের হাতে দুই সপ্তাহের মতো সময় বাকি আছে বলে জানিয়েছে বিবিসি। প্রতিযোগিতার নিয়ম ও মাছ ধরার অধিকারসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে মতানৈক্যের কারণে যুক্তরাজ্য ও ইইউ’র প্রতিনিধিদের রুদ্ধদ্বার বৈঠক সফলতার মুখ দেখছে না। বুধবার জনসন ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডেয়ার লাইয়েনের সঙ্গে বৈঠকে বসলেও এ যুগল কোনো সমাধান বের করতে পারেননি। সূত্র : দ্য গার্ডিয়ান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব্রেক্সিট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ