Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রুশ হস্তক্ষেপ নিয়ে তদন্তের কারণেই আমাকে বরখাস্ত করা হয় : কোমি

| প্রকাশের সময় : ১০ জুন, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ করেছেন সদ্য বরখাস্ত এফবিআই প্রধান জেমস কোমি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপের অভিযোগ তদন্তকারী সিনেট কমিটির শুনানিতে গত বৃহস্পতিবার হাজির হয়ে তিনি এ অভিযোগ করেছেন। শুনানিতে প্রায় তিন ঘন্টা কোমিকে বিভিন্ন প্রশ্ন করেন কমিটির সদস্যরা। পুরো শুনানিটি টেলিভিশনে সরাসরি স¤প্রচার করা হয়। প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের শিবিরের সঙ্গে রাশিয়ার যোগাযোগের অভিযোগ ওঠে। রুশ কর্মকর্তার সঙ্গে যোগাযোগের জের ধরে নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিনকে বরখাস্ত করতে বাধ্য হন ট্রাম্প। পরে ট্রাম্প শিবিরের সঙ্গে রুশ সংশ্লিষ্টতার বিষয়টি তদন্ত করার ঘোষণা দেন কোমি। এরপর তাকে বরখাস্ত করেন ট্রাম্প। খবরে বলা হয়, এফবিআই-এর সাবেক পরিচালক জেমস কোমি বলেছেন, মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ তদন্তের কারণেই আমাকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে ট্রাম্প প্রশাসন। মার্কিন সিনেটের গোয়েন্দা কমিটির শুনানিতে উপস্থিত হয়ে নিজের এমন বক্তব্য তুলে ধরেন জেমস কোমি। শুনানিতে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই)-এর সাবেক এ প্রধানের কাছে জানতে চাওয়া হয়, আপনি কি মনে করেন যে, রাশিয়া সংক্রান্ত তদন্তের কারণেই আপনাকে বরখাস্ত করা হয়েছে? এমন প্রশ্নের উত্তরে কোমি বলেন, হ্যাঁ! কারণ আমি প্রেসিডেন্টকেও এমনটা বলতে শুনেছি। এফবিআই-এর সাবেক এ পরিচালক বলেন, এফবিআই-এর নেতৃত্ব দুর্বল! সংস্থাটির মধ্যে বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করছে! এ ধরনের কথা বলার মাধ্যমে ট্রাম্প প্রশাসন এফবিআইকে অপবাদ দেয়ার পথ বেছে নিয়েছে। তাদের এসব বক্তব্য স্পষ্টতই মিথ্যাচার। জেমস কোমি বলেন, রাষ্ট্রপ্রধান যে কোনও সময়েই এফবিআই প্রধানকে বরখাস্ত করতে পারেন। কিন্তু এখানে যেসব যুক্তি দেখানো হয়েছে, সেটা একইসঙ্গে বিস্ময়কর ও উদ্বেগজনক। ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপের তদন্ত চলাকালে হঠাৎ করেই গত চলতি বছরের ৯ মে জেমস কোমিকে এফবিআই প্রধানের পদ থেকে অপসারণ করেন ট্রাম্প। এ ঘটনায় ট্রাম্পের রুশ সংযোগের বিষয়টি নতুন করে আলোচনায় আসে। সর্বশেষ গত বৃহস্পতিবার সিনেট কমিটির শুনানিতেও নিজের অপসারিত হওয়ার ঘটনায় ট্রাম্পের রুশ সংযোগকেই দায়ী করেন সাবেক এফবিআই পরিচালক জেমস কোমি। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ট্রাম্পের রুশ সংযোগ তদন্তে আরও জনবল এবং আনুষঙ্গিক সহায়তা চেয়েছিলেন বরখাস্ত হওয়া এফবিআই প্রধান জেমস কোমি। আর এ তদন্ত নিয়ে আগ্রহ দেখানোই কাল হয়েছিল বিদায়ী এই এফবিআই প্রধানের। এছাড়া মার্কিন প্রেসিডেন্টের পরিকল্পনা অনুযায়ী তার এক সহযোগীর ব্যাপারে ইতিবাচক স্বাক্ষ্য দিতে অপারগতা জানিয়েছিলেন জেমস কোমি। এ ঘটনা এফবিআই প্রধানের বিরুদ্ধে ট্রাম্পের ক্ষোভকে আরও উস্কে দেয়। পরিণতিতে ৯ মে  এফবিআই প্রধানের পদ থেকে জেমস কোমি’কে বরখাস্ত করেন ট্রাম্প। বিবিসি, রয়টার্স, সিএনএন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রাম্প


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ