পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার ঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জিয়া চ্যারিটেবল ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার পরবর্তী শুনানি ১৫ জুন। গতকাল বৃহস্পতিবার পুরান ঢাকার বকশীবাজারে স্থাপিত ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আখতারুজ্জামান এ দিন ধার্য করে আদেশ দেন। ওই দিন তদন্ত কর্মকর্তাকে নতুন করে জেরা করার সুযোগ পাবেন খালেদা জিয়ার আইনজীবীরা।
এর আগে বেলা ১১টা ১২ মিনিটে আদালতে উপস্থিত হন বেগম খালেদা জিয়া। আদালতে খালেদা জিয়ার পক্ষে আইনজীবী জমির উদ্দিন সরকার, এ জে মোহাম্মদ আলী, জয়নুল আবেদীন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও সানাউল্লাহ মিয়া উপস্থিত ছিলেন। দুদকের পক্ষে আইনজীবী মোশাররফ হোসেন কাজল।
শুনানির শুরুতে খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আদালতকে বলেন, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার আংশিক পুন তদন্ত চেয়ে করা আবেদনের শুনানির জন্য আপিল বিভাগে ৩ জুলাই দিন নির্ধারিত রয়েছে। তিনি বলেন, এ ছাড়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার ছয়জন সাক্ষীকে আমরা পুনরায় জেরা করব। পবিত্র রোজার মাস। ম্যাডাম বেগম খালেদা জিয়া অনেক কষ্ট করে আদালতে এসেছেন। সবাই রোজা, নামাজ নিয়ে সময় কাটাতে পছন্দ করেন। পবিত্র রমজানের সম্মানার্থে মামলার কার্যক্রম স্থগিত করা হোক। বিশেষ করে আপিল বিভাগে ওই আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মুলতবি করা হোক।
এ সময় দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল বলেন, বিজ্ঞ আদালতে মামলার কার্যক্রম শুরু না হতেই মুলতবি! এটা হতে পারে না। পবিত্র রমজান মাস, বরকতের মাস। ম্যাডামের আসা-যাওয়া সমস্যা হয়। ম্যাডাম খালেদা জিয়া পবিত্র মনে আত্মপক্ষ সমর্থনে বক্তব্য শুরু করতে পারেন। এ মুহূর্তে সময় দেয়ার কোনো সুযোগ নেই। এ মামলার আত্মপক্ষ সমর্থনের জন্য রয়েছে। আসামিরাও উপস্থিত রয়েছেন। তাই শুনানি করা হোক।
বিরতির পর খালেদা জিয়ার আইনজীবী বলেন, এ মামলার মূল আইনজীবী আবদুর রেজাক খান। তিনি আপিল বিভাগে জরুরি একটি মামলার শুনানিতে অংশ নিচ্ছেন। এ কারণে তিনি আসতে পারেননি। আমরা আজকে তদন্ত কর্মকর্তাকে জেরার জন্য যৌক্তিক সময় চাচ্ছি। এরপর মুলতবির আবেদন করলে আদালত এ মামলার দুই আসামিকে আত্মপক্ষ সমর্থনের বিষয়ে জিজ্ঞাসা করলে তাঁরা নিজেদের নির্দোষ দাবি করেন। পরে আদালত দুই মামলার কার্যক্রম ১৫ জুন পর্যন্ত মুলতবি করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।