Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বেক্সিমকো ক্রিকেটে চ্যাম্পিয়ন প্যানথার ইলেভেন

প্রকাশের সময় : ৭ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : বেক্সিমকো ক্রিকেট লীগ ২০১৬ এর শিরোপা জিতেছে প্যানথার ইলেভেন। গত শনিবার সাভারের বিকেএসপি’র ৩ নম্বর মাঠে অনুষ্ঠিত ফাইনালে ব্লেজিং স্ট্রাইকার্সকে ১১ রানে হারিয়ে ফাইনালে জয় তুলে নেয় প্যানথার ইলেভেন। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ১০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০০ রান তোলে প্যানথার ইলেভেন। দলের পক্ষে মিঠু ২৭ বলে সর্বোচ্চ ৪৬ রান করেন। জয়ের জন্য ১০১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ৮৯ রানে শেষ হয় ব্লেজিং স্ট্রাইকার্সের ইনিংস। ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হন প্যানথার ইলেভেনের মিঠু এবং টুর্নামেন্ট সেরা হন ব্লেজিং স্ট্রাইকার্সের সারোয়ার আহমেদ। ম্যাচ শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন বেক্সিমকো লিমিটেডের হেড অব অ্যাডমিন আলাউদ্দিন মাহমুদ। এসময় পদ্মা টেক্সটাইলের নির্বাহি পরিচালক সৈয়দ মুহাম্মদ হাশেম, বেক্সিমকো লিমিটেডের সিনিয়র জেনারেল ম্যানেজার সৈয়দ আমীর এবং সৈয়দ আমীন সাবির খান উপস্থিত ছিলেন। তিনদিনব্যাপী এই টুর্নামেন্টে বেক্সিমকো টেক্সটাইল ডিভিশনের বিভিন্ন বিভাগে কর্মরত কর্মকর্তা-কর্মচারি ১০টি দলে ভাগ হয়ে অংশ নেয়। টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা করেছে বেক্সিমকোর রিটেইল ব্র্যান্ড ইয়োলো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বেক্সিমকো ক্রিকেটে চ্যাম্পিয়ন প্যানথার ইলেভেন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ