Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

নিষেধাজ্ঞা পুনর্বহালে সুপ্রিম কোর্টে ট্রাম্প

| প্রকাশের সময় : ৩ জুন, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ছয় মুসলিমপ্রধান দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণের ওপর আরোপিত নিষেধাজ্ঞাটি পুনর্বহালে সর্বোচ্চ আদালতের শরণাপন্ন হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প সরকার। নিম্ন আদালতের আদালতের রুলে স্থগিত হয়ে যাওয়া ভ্রমণ নিষেধাজ্ঞাটি আবারও কার্যকর করার জন্য গত বৃহস্পতিবার সুপ্রিমকোর্টে আবেদন জানিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। এখন ট্রাম্প আরোপিত সেই নিষেধাজ্ঞাটি সত্যিই বৈষম্যমূলক কিনা তা নিয়ে পর্যালোচনা করবেন সুপ্রিমকোর্টের বিচারপতিরা। এর আগে নিম্ন আদালতে এ নিষেধাজ্ঞাকে বৈষম্যমূলক বলে উল্লেখ করা হয়েছিল। ব্রিটিশ বার্তা সংস্থা জানায়, গত ২৫ মে ভার্জিনিয়াভিত্তিক ফোর্থ ইউএস সার্কিট কোর্ট অব আপিলসে ম্যারিল্যান্ড আদালতের রুলটি বহাল রাখার পর, সুপ্রিমকোর্টের শরণাপন্ন হওয়ার সিদ্ধান্ত নেয় হোয়াইট হাউস। ম্যারিল্যান্ডের আদালত ছয়টি মুসলিম দেশের ওপর আরোপিত নিষেধাজ্ঞা বন্ধে রুল জারি করেছিলেন। গত বৃহস্পতিবার ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ আদালতে আবেদন জানানোর পর বিচার বিভাগের এক বিবৃতিতে বলা হয়, আমরা এ গুরুত্বপূর্ণ মামলা নিয়ে শুনানি করার জন্য সুপ্রিমকোর্টে আবেদন জানিয়েছি। সন্ত্রাসবাদের কবল থেকে জাতির নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে প্রেসিডেন্ট ট্রাম্প যে নিজস্ব এখতিয়ারের মধ্যে থেকে নির্বাহী আদেশটি দিয়েছেন সে ব্যাপারে আমরা নিশ্চিত। এদিকে ট্রাম্পের নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ জানিয়ে আসা আইনি সংগঠন দ্য আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন এ ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়েছে। টুইটারে সংগঠনটি লিখেছে, আমরা এ বিদ্বেষমূলক নিষেধাজ্ঞাকে পরাজিত করতে পেরেছি এবং প্রয়োজনে আবারও তা মোকাবিলার জন্য প্রস্তুত আছি। ট্রাম্প প্রশাসনের জরুরিভিত্তিক আবেদনটি যদি সুপ্রিমকোর্ট অনুমোদন করে তবে তাৎক্ষণিকভাবে ছয় মুসলিম দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আবারও কার্যকর হবে। রয়টার্স জানায়, সাধারণত জরুরি আবেদন গ্রহণ করা হবে কিনা তা নিয়ে আদালত প্রথমে সিদ্ধান্ত নেন। এর জন্য ১৫ দিনের মতো সময় লেগে যেতে পারে। এরপর সরকারের পুরো আবেদন নিয়ে শুনানি হবে কিনা সেই সিদ্ধান্ত নেন বিচারপতিরা। মামলার শুনানি হবেই এমন সিদ্ধান্ত সুপ্রিমকোর্ট নাও নিতে পারে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রাম্প


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ