Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুলিশি অভিযানের মধ্যেই জামান পত্রিকার একটি সংস্করণ প্রকাশ

প্রকাশের সময় : ৭ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সরকারের নিয়ন্ত্রণ ও পুলিশি অভিযানের মধ্যেই গত শুক্রবার রাতে প্রকাশিত হয়েছে তুরস্কের জনপ্রিয় জামান পত্রিকার একটি সংস্করণ। সেখানে সরকারি ব্যবস্থার কড়া প্রতিবাদ ও নিন্দা জানানো হয়। দিনটিকে তুরস্কের গণমাধ্যমের ইতিহাসে অন্যতম কালো দিন বলা হয়েছে। বিবিসির খবরে জানা যায়, গত শুক্রবার মধ্যরাতে পত্রিকার কার্যালয়ে পুলিশি অভিযান শুরুর ঠিক আগেই জামান পত্রিকার এই সংস্করণ প্রকাশিত হয়। পত্রিকাটির ইংরেজি সংস্করণে লেখা হয়, ‘তুরস্কের মুক্ত গণমাধ্যমের জন্য দিনটি লজ্জার।’ গত শুক্রবার জামান পত্রিকাকে সরকারের নিয়ন্ত্রণে রাখার নির্দেশ দেন আদালত। এরপর পত্রিকার কয়েকশ’ পাঠক-সমর্থক ইস্তাম্বুলে প্রধান কার্যালয়ের বাইরে অবস্থান নেন। মধ্যরাতের ঠিক আগে আগে পুলিশ তাদের ওপর টিয়ার গ্যাস ও জলকামান প্রয়োগ করে। পুলিশ সেনা সদস্যদের কায়দায় এগিয়ে গিয়ে সরাসরি বিক্ষোভকারীদের গায়ে বরফ শীতল পানি ছোড়ে। এরপর লোহার ফটক কেটে বেশ কয়েকজন পুলিশ সদস্য ভবনের ভেতরে ঢোকেন।
পুলিশের এই অভিযানের পর সংবাদকর্মীরা অনেকেই কাজ শুরু করেন। তবে সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে অনেকেই বার্তা দেন যে তাদের ইন্টারনেট সংযোগ পাওয়া কঠিন হচ্ছে। অনেকে ইমেইলে ঢুকতে পারছেন না বলে জানান। আবদুল্লাহ বজতুরত নামে এক প্রতিবেদক বলেন, পত্রিকার অনলাইন আর্কাইভ নষ্ট করে দেওয়ার চেষ্টা চলেছে। জামান পত্রিকার প্রচার সংখ্যা ছিল ৬ লাখ ৫০ হাজার। তুরস্কের প্রধানমন্ত্রী আহমেদ দাভোতগলু দেশটির এক টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, এই অভিযান ছিল আইনি, রাজনৈতিক নয়।
বিবিসি, আল-জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পুলিশি অভিযানের মধ্যেই জামান পত্রিকার একটি সংস্করণ প্রকাশ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ