নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস ডেস্ক : শুরু হয়েছে বিশ্বকাপের পর আইসিসির বৃহত্তম আসর চ্যাম্পিয়ন্স ট্রফি। একই সময়ে আবার সিয়াম সাধনায় ব্রত হয়ে বিশ্বব্যাপী রোজা পালন করছেন ইসলাম ধর্মাবলম্বীরা। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ ইংল্যান্ডে প্রতি রোজায় ১৯ ঘণ্টা পানাহার থেকে বিরত থাকতে হচ্ছে মুসলমানদের। রোজা রেখে ক্রিকেট খেলাটা স্বাভাবিক দৃষ্টিতে কষ্টসাধ্যই। তবে ইংলিশ ক্রিকেটার মঈন আলী রোজা রেখেই সবগুলো ম্যাচে খেলবেন বলে ঘোষণা দিয়েছেন। গতকাল বাংলাদেশ-ইংল্যান্ড উদ্বোধোনী ম্যাচেও রোজা রেখে খেলেছেন এই ইংলিশ অলরাউন্ডার।
অতীতে রোজা রেখে ম্যাচ খেলে ইতিবাচক শিরোনামে খবরে এসে সমর্থকদের প্রশংসা কুড়িয়েছিলেন হাশিম আমলা, মঈন আলী, শহীদ আফ্রিদি, মুশফিকুর রহিমের মতো ক্রিকেটাররা। চলমান সিয়াম সাধনার মাসেও মঈন আলী হাঁটছেন একই পথে। স¤প্রতি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে মঈন আলী বলেন, ‘রোজা রাখার পূর্বে আমাকে যথেষ্ট পানি পান করতে হবে। আমার রুটিন খুব একটা পরিবর্তন হয় না, তবে ম্যাচের আগে আমাকে ভালো করে ঘুমাতে হবে।’
দীর্ঘদিন ধরে নিয়মিত রোজা রেখে আসা এই ক্রিকেটার আরও জানান, পানাহারমুক্ত থেকে ক্রিকেট খেলার ব্যাপারটি যতটা না শারীরিক তার চেয়েও বেশি মানসিক, ‘আমি দীর্ঘদিন ধরে এটা করছি, তাই আমি এটা নিয়ে চিন্তিত নই। আমি এতে অভ্যস্ত এবং এটি শারীরিকের চেয়েও অধিকন্তু মানসিক ব্যাপার।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।