Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হজযাত্রীদের কাছ থেকে বর্ধিত ব্যয় আদায়ে হস্তক্ষেপ কামনা

কাল বায়তুল মোকাররমে মতবিনিময় সভা

| প্রকাশের সময় : ২ জুন, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : মক্কা-মদিনায় হাজীদের বাড়ী ভাড়া , মিনায় তাবুর ভাড়া, সউদী রিয়াল ও মার্কিন ডলারের দাম অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় হজ এজেন্সি’র মালিকার দিশেহারা হয়ে পড়েছেন। হজ প্যাকেজের মূল্যের চেয়ে অতিরিক্ত প্রায় ত্রিশ হাজার টাকা বেশি খরচ গুনতে হবে এবার হজ মৌসুমে। এতে হজ এজেন্সিগুলো হাজীদের সেবা দিতে কতটুকু সক্ষম হবে তা’ নিয়ে সংশয় দেখা দিচ্ছে। সউদী আরবে হজের আনুষাঙ্গিক ব্যয় বৃদ্ধি পাওয়ায় হজ এজেন্সিগুলো পূর্বের নির্ধারিত হজ প্যাকেজের মূল্যের চেয়ে অতিরিক্ত ২৫ হাজার টাকা থেকে ত্রিশ হাজার টাকা বাড়িয়ে দিতে হজযাত্রীদের প্রতি উদাত্ত আহবান জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার বাদ যোহর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সাহানে হজ এজেন্সিগুলোর মালিক পক্ষের মতবিনিময় সভায় এ আহবান জানানো হয়েছে। হজের আনুষাঙ্গিক ব্যয় বৃদ্ধির বিষয়টি কাটিয়ে উঠতে হাদী ট্রাভেলসের স্বত্বাধিকারী হেদায়াতুল্লাহ হাদীকে আহবায়ক ও জাহিদ আলমকে সদস্য সচিব করে ৯ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতিত্ব করেন এম সেতারা ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মাওলানা সেলিম হাসাইন আজাদী’র সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জুনায়েদ গোলজার, এইচ এম হানজালা, জাহাঙ্গীর আলম, আব্দুল মালেক, নেছার উদ্দিন, বদিউজ্জামান, ও তোফায়েল আহমাদ। সভায় নেতৃবৃন্দ বলেন, মক্কা-মদিনায় হাজীদের বাড়ী ভাড়া বৃদ্ধি এবং রিয়াল ও মার্কিন ডলারের দাম বেড়ে যাওয়ায় হজ মৌসুমে হাজীদের যথাযথ সেবা দেয়া কষ্ট সাধ্য হয়ে পড়বে। এছাড়া মিনায় প্রত্যেক হজযাত্রীর তাবু ভাড়াও জনপ্রতি তিনশ’ রিয়াল করে বৃদ্ধি পাওয়ায় এসব খরচ মেটাতে হজ এজেন্সিগুলোকে হিমসিম খেতে হচ্ছে। নেতৃবৃন্দ বলেন , হজ প্যাকেজের প্রায় ছয় মাস পরে সউদী আরবে হজের আনুষাঙ্গিক ব্যয় অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় হজযাত্রীদের বর্ধিত ব্যয় পরিশোধ করা জরুরী হয়ে পড়েছে। তারা আগামী কাল শনিবার বাদ যোহর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব অংশে (টিনসেড) এ ব্যাপারে মতবিনিময় সভায় সকল হজ এজেন্সি’র মালিক-প্রতিনিধিকে উপস্থিত হবার অনুরোধ জানিয়েছেন। তারা হজযাত্রীদের কাছ থেকে বর্ধিত ব্যয়ের টাকা আদায়ে ধর্ম মন্ত্রণালয় ও হাবের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হজ

২৮ ফেব্রুয়ারি, ২০২৩
১৫ ফেব্রুয়ারি, ২০২৩
১৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ