সড়ক দুর্ঘটনায় জিডিপির ক্ষতি ১ দশমিক ৬ শতাংশ
অর্থনৈতিক রিপোর্টার : সড়ক দুর্ঘটনার আর্থিক ক্ষতি বাংলাদেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপির ১ দশমিক ৬ শতাংশ বলে জানিয়েছে ইউনাইটেড নেশনস ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল
* একদিন গদু ঢাকা যাওয়ার জন্য শেরপুরের এক বাসস্ট্যান্ডে গিয়ে বসে আছে। এমন সময় গজনী থেকে একটা লোকাল বাস এসে হাজির। বাসের হেলপার চিৎকার করে ডেকে ডেকে বলছে-“ঢাকা, মহাখালি..; ঢাকা, মহাখালি..।
এই শুনে খুশিতে গদু টিকিট না কেটেই বাসের ভিতর লাফ দিয়ে উঠে দেখে একটা ছিটও খালি নেই। শেষমেষ অর্ধেক রাস্তা পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে রাগের মাথায় হেলপারকে কষে কয়েকটা ঘুষি বসিয়ে দিয়ে বলছে- “ওই হারামজাদা, তুই না তখন স্টেশনে মহাখালি..মহাখালি..বলে চিৎকার করছিলি কই, ভিতরে তো মাছি মারার জায়গাটাও নাই!
২.
দাদু : কিরে বলদ,কানে ওইভাবে বাঁশের কচি দিয়ে রাখছিস কেন?
পটাই : না মানে, স্যার বলেছে, আমার নাকি এক কান দিয়ে শুনলে আর এক কান দিয়ে সব বেরিয়ে যায় তাই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।