সড়ক দুর্ঘটনায় জিডিপির ক্ষতি ১ দশমিক ৬ শতাংশ
অর্থনৈতিক রিপোর্টার : সড়ক দুর্ঘটনার আর্থিক ক্ষতি বাংলাদেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপির ১ দশমিক ৬ শতাংশ বলে জানিয়েছে ইউনাইটেড নেশনস ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল
আহাদ আলী মোল্লা
ঘুড়ি
দূর গগনের চ‚ড়ায় চ‚ড়ায়
সারা বেলা ঘুড়ি ওড়ে,
মাঝে মাঝে খায় গোত্তা একাই
হিম বাতাসের তোড়ে।
মনের ঘুড়িও আকাশের গায়
মেলে দেয় দুটো ডানা,
আহা কী যে তার ভালো লাগে ওই
নীল নীল সামিয়ানা।
শাদা কালো লাল কমলা সবুজ
হলুদ বেগুনি রঙে,
মনের ঘুড়িরা খেলে যায় আহা
কী দারুণ ঢঙে ঢঙে।
কাগুজে ঘুড়ির সঙ্গে মিতালি
পাতালো মনের ঘুড়ি,
এমন নিবিড় ভালোবাসা আর
ভাবের হবে না জুড়ি।
কেটে গেল মন ভার;
কাগুজে ঘুড়ির সাথে মন ঘুড়ি
মিলেমিশে একাকার।
কামরুল আলম কিরণ
জঙ্গি ইঁদুর
জঙ্গি ইঁদুর কাটছে দেখো
বাংলাদেশের ম্যাপটা,
ধরবো এবার কঠিন ধরা
করবো পিষে চ্যাপ্টা।
মারছে পুলিশ নারী শিশু
তুলবো পিঠের ছালটা,
একত্রিত আমরা সবাই
করতে আঘাত পাল্টা।
ধর্ম নিয়ে যখন তখন
নোংরামি এ চালটা,
মরবে ডুবে কাটছো যখন
নিজেরা এই খালটা।
বুঝে নিও সিরিয়া নয়
আমার প্রিয় দেশটা,
বঙ্গবাসীর শক্তি কতো
দেখোনি এর শেষটা \
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।