Inqilab Logo

বৃহস্পতিবার ১০ অক্টােবর ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১, ০৬ রবিউস সানী ১৪৪৬ হিজরি

বেগম খালেদা জিয়াকে সব ধরনের চিকিৎসা দেয়া হচ্ছে -আইজি প্রিজন

নাছিম উল আলম | প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন বলেছেন, বেগম খালেদা জিয়াকে সব ধরনের চিকিৎসা দেয়া হচ্ছে। প্রয়োজনে তাকে আরো উন্নত চিকিৎসা দেয়া হবে। গতকাল বুধবার দুপুরে নেপালে বিমান দুর্ঘটনায় আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে দেখতে এসে ইফতেখার উদ্দিন সাংবাদিকদের প্রশ্নে আরো বলেন, বেগম খালেদা জিয়াকে কারাগারে ডিভিশন দেয়া হয়েছে। জেল কোডের সবকিছু মেনেই তার চিকিৎসাসহ সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। এক্ষেত্রে কোনো ধরনের ত্রুটিও হচ্ছে না। এছাড়া ১২ মার্চ নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান দুর্ঘটনায় আহত আলমুন নাহার অ্যানি ও শেহরিনের চিকিৎসার খোঁজখবর নেন। তিনি বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে এক নিকট আত্মীয় দেখতে এসেছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন