Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইইউর সঙ্গে টিটিআইপি আলোচনায় যেতে রাজি যুক্তরাষ্ট্র : উইলবার রস

চুক্তি করতে সম্মত হয়েছিল ইউরোপীয় ইউনিয়নভুক্ত ২৮টি দেশ ও মার্কিন প্রশাসন

| প্রকাশের সময় : ২ জুন, ২০১৭, ১২:০০ এএম


ইনকিলাব ডেস্ক : বাণিজ্য ও বহুজাতিক অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যে ট্রান্সআটলান্টিক ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট পার্টনারশিপ (টিটিআইপি) চুক্তি করতে সম্মত হয়েছিল ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) ২৮টি দেশ ও মার্কিন প্রশাসন। গত জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর বাস্তবায়নের আগেই থমকে যায় টিটিআইপির আলোচনা। তবে যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী উইলবার রস জানান, জোটের সঙ্গে পুনরায় টিটিআইপ-বিষয়ক আলোচনা শুরু করতে আগ্রহী মার্কিন প্রশাসন। প্রসঙ্গত, গত মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ৪৭তম বার্ষিক ওয়াশিংটন কনফারেন্স অন দি আমেরিকা’য় বক্তব্য প্রদান করেন রস। সম্মেলন শেষে টিভি চ্যানেল সিএনবিসিকে তিনি বলেন, প্রস্তাবিত টিটিআইপি সম্পর্কে ইইউর সঙ্গে আলোচনা চালিয়ে যেতে চায় যুক্তরাষ্ট্র। টিটিআইপি বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের আগ্রহের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, এ ব্যাপারে কোনো ভুল নেই যে, যুক্তরাষ্ট্র ট্রান্সপ্যাসিফিক পার্টনারশিপ (টিপিপি) থেকে সরে দাঁড়ালেও টিটিআইপি থেকে নাম প্রত্যাহার করেনি। রস জানান, যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার ইইউ। তাই জোটভুক্ত দেশগুলোর সঙ্গে পৃথকভাবে নয়, বরং ব্রাসেলসের সঙ্গে যেকোনো ধরনের আইনি আলোচনা চালাবে যুক্তরাষ্ট্র। বাণিজ্য ঘাটতি কমিয়ে সামগ্রিকভাবে বাণিজ্য বৃদ্ধি করতে চাইলে জোটের সঙ্গে টিটিআইপি আলোচনা চালিয়ে যাওয়াই যুক্তিসঙ্গত বলে মনে করেন তিনি। এদিকে স¤প্রতি ডোনাল্ড ট্রাম্পের একাধিক টুইটার বার্তা ও মার্কিন প্রশাসনের বেশকিছু মন্তব্যের জেরে কূটনীতিক ও বাণিজ্য নীতি বিষয়ে যুক্তরাষ্ট্র-জার্মানির মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। দ্ব›দ্বপূর্ণ এ সময়ে টিটিআইপি আলোচনা পুনরায় শুরু করার অভিপ্রায় ব্যক্ত করলেন রস। উল্লেখ্য, নির্বাচনী প্রচারণার সময় বাণিজ্য ঘাটতি কমানোর অঙ্গীকার করেন সংরক্ষণবাদ নীতিতে বিশ্বাসী ডোনাল্ড ট্রাম্প।  সিএনবিসি, এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ