Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অনির্দিষ্টকালের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধ

| প্রকাশের সময় : ২৯ মে, ২০১৭, ১২:০০ এএম


আটক ৪২ শিক্ষার্থী জামিনে মুক্ত
জাবি সংবাদদাতা : শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অনির্দিষ্টকালের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার দিবাগত রাত সাড়ে বারোটায় জরুরী সিন্ডিকেট সভা থেকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
পরে শিক্ষার্থীদেরকে গতকাল রোববার সকাল ১০টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেয়া হয়। হল  ছেড়ে দেয়ার এ নির্দেশে ক্যাম্পাস ছেড়ে যেতে শুরু করে শিক্ষার্থীরা। তবে হঠাৎ হল বন্ধ রাখার সিদ্ধান্তে চরম বিপাকে পড়ে সাধারণ শিক্ষার্থীরা। জানা যায়, গত শুক্রবার সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনাকে কেন্দ্র করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। এ সময় উপাচার্যের বাসভবনের সামনে আন্দোলনকারী ৪২ শিক্ষার্থীকে আটক করে পুলিশ। আন্দোলনকারী আটক শিক্ষার্থীদের নামে সন্ত্রাসী মামলা দায়ের করা হয় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে। তারপর পরিস্থিতিকে শান্ত করতে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা দেয় প্রশাসন।
এদিকে শাখা ছাত্রলীগ হল বন্ধ রাখার সিদ্ধান্ত বাতিলের দাবিতে গতকাল সকাল সাড়ে এগারোটায় উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের সাথে সাক্ষাৎ করে হল ভ্যাকেন্ডের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান। কিন্তু সিদ্ধান্ত থেকে সরে আসেনি প্রশাসন। তবে কিছু দিনের মধ্যে আবাসিক হল খুলে দেয়া হবে বলে ছাত্রলীগকে আশ্বাস দিয়েছে ভিসি।
অন্যদিকে বিকাল সাড়ে তিনটা জাবি ভিসি অধ্যাপক ফারজানা ইসলাম তার বাসভবনে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘শিক্ষার্থীদের দাবি অনুসারে নিহত দুই শিক্ষার্থীর পরিবারকে ১০ লাখ টাকা দেয়ার ব্যাপারে আমরা ব্যবস্থা নিয়েছি। এছাড়াও ফুট ওভার  ব্রিজ নির্মাণ ও স্পিডব্রেকার নির্মাণের কাজের জন্য যোগাযোগ মন্ত্রণালয়ের সাথে কথা হয়েছে। এককথায় শিক্ষার্থীদের পাচঁ দফা দাবি বাস্তবায়নের লক্ষে আমরা কাজ করে যাচ্ছি।’
এদিকে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ভিসি বলেন, ‘শিক্ষার্থীদের নামে মামলা প্রত্যাহরের জন্য আমরা খোঁজ খবর নিচ্ছি। বিশ্ববদ্যিালয়ের পরিবেশ শান্ত না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের বন্ধের ব্যাপারে কোন সিদ্ধান্ত নিতে পারছি না।’
মামলার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক বলেন, ‘অজ্ঞাতসহ মোট ৭০ জনের নামে মামলা করা হয়েছে। তবে আটক ৪২ শিক্ষার্থী গতকাল ঢাকার সিএমএম আদালত থেকে জামিনে মুক্তি পেয়েছে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিশ্ববিদ্যালয়


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ