Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফাইনালে কি চার পেসার?

প্রকাশের সময় : ৬ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : এশিয়া কাপের প্রথম ৩ ম্যাচে চার পেস বোলার নিয়ে খেলেছে বাংলাদেশ দল। ডান পাঁজরের চোটে এশিয়া কাপ থেকে মুস্তাফিজুর ছিটকে পড়ায় পাকিস্তানের বিপক্ষে ৩ পেস বোলার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। এক পেস বোলার কমিয়ে বোলিংয়ে বৈচিত্র আনতে বাঁ হাতি স্পিনার আরাফাত সানিকে খেলানো হয়েছে ওই ম্যাচে। তবে স্পিনে ভারত ব্যাটসম্যানরা তুলনামুলক স্বাচ্ছন্দে খেলতে পারে। তাছাড়া ভারতের ব্যাটিং অর্ডারে চার বাঁ হাতি (শিখর  ধাওয়ান, যুবরাজ সিং, সুরেশ রায়না এবং রবীন্দ্র জাদেজা) আছেন  বলেই  ফাইনালে বাঁ হাতি স্পিনার আরাফাত সানিকে বাইরে রেখে একাদশে দেখা যেতে পারে ৪র্থ পেস বোলার। ভারতের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজের প্রথম ২ ম্যাচে চার পেসার তত্ত্ব প্রয়োগে সফল হাতুরুসিংহে এই কৌশলে যাচ্ছেন ফিরে। এমনটাই আভাস পাওয়া গেছে। তাহলে ফাইনালে খেলার মধ্য দিয়ে এশিয়া কাপে অভিষেক হতে পারে বাঁ হাতি পেস বোলার আবু হায়দার রনি’র।
উইকেট কিপিংয়ে এই ম্যাচে নূরুল হাসান সোহানকে ফিরিয়ে আনার সম্ভাবনা আছে যথেস্ট। গতকাল  মিরপুরে সেন্টার উইকেটের পাশে দীর্ঘক্ষণ ধরে উইকেটরক্ষক সোহানকে ক্যাচ অনুশীলন করিয়ে প্রকান্তরে ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসল সে আভাসই দিয়েছেন। টপ অর্ডার পরিচয়ে প্রথম ২ ম্যাচে সৌম্য’র সঙ্গে ওপেন করলেও তৃতীয় ম্যাচে একাদশে থেকেও ব্যাটিংয়ের সুযোগ পাননি মিঠুন। ফাইনালে তাকে ডাগ আউটে দেখা যেতে পারে। সোহানকে ফিরিয়ে আনতে এ ছাড়া বিকল্প পথ খোলা নেই। মাশরাফি অবশ্য একাদশ নিয়ে কোন আভাস দেননি। তবে টীম কম্বিনেশনটা যে প্রতিপক্ষ এবং উইকেটের কথা বিবেচনা করেই তৈরি করা হয়, সেটাই কিন্তু জানিয়ে দিয়েছেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফাইনালে কি চার পেসার?
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ