Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

ন্যাটো আরো শক্তিশালী হবে : ট্রাম্প

| প্রকাশের সময় : ২৯ মে, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা বা ন্যাটো’র সদস্য রাষ্ট্রগুলো এ সামরিক জোটে অর্থ দিতে সম্মত হওয়ার ফলে এটি আরো শক্তিশালী হবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত শনিবার এক টুইটার বার্তায় এ দাবি করেন তিনি। ট্রাম্প বলেন, ন্যাটোর বেশিরভাগ রাষ্ট্র এ সংস্থায় অর্থ পরিশোধের পরিমাণ বাড়িয়ে দিতে রাজি হয়েছে। ন্যাটোতে অর্থ আসতে শুরু করায় এটি আরো শক্তিশালী হবে। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে প্রথমবারের মতো আন্তর্জাতিক সফরের শেষ পর্যায়ে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ইতালির সিসিলি দ্বীপে গ্রæপ সেভেন এবং আফ্রিকান দেশগুলোর নেতাদের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে তার। মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সদস্যরা ঠিকমতো তাদের বকেয়া অর্থ পরিশোধ করছে না বলে অভিযোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রাসেলসে ন্যাটোর নয়া সদরদপ্তরে তিনি জোটের সদস্য দেশগুলোকে ‘বিশাল অঙ্কের’ অর্থ বকেয়া ফেলার জন্য অভিযুক্ত করেন। ঠিকমতো অর্থ এলে সন্ত্রাসীদের হুমকি মোকাবেলায় ন্যাটো আগের চেয়ে শক্তিশালী হবে বলে জানান তিনি। ট্রাম্প এই সামরিক জোটের ২৮ সদস্যদেশের মধ্যে ২৩টির কড়া সমালোচনা করে বলেন, এসব দেশ ন্যাটোর পাওনা না দিয়ে নিজেদের সামরিক খাতে অতিরিক্ত অর্থ খরচ করছে। যেসব সদস্যদেশ জোটের তহবিলে তাদের জিডিপি’র শতকরা ২ ভাগ অর্থ দিতে ব্যর্থ হয়েছে তাদেরকে আগামী বছরগুলোতে এর ক্ষতিপূরণ হিসেবে অতিরিক্ত অর্থ দিতে হবে বলে জানান ট্রাম্প। পার্সটুডে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রাম্প


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ