Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাশিয়ার ওপর ওবামা আরোপিত নিষেধাজ্ঞা বহাল রাখবেন ট্রাম্প

| প্রকাশের সময় : ২৯ মে, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ইউক্রেন সংঘর্ষে রাশিয়ার ভূমিকাকে কেন্দ্র করে দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে মার্কিন প্রশাসন। আগামী দিনগুলোয় ওবামা প্রশাসনের আরোপিত নিষেধাজ্ঞা বহাল রাখবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের শীর্ষ অর্থনৈতিক উপদেষ্টা গ্যারি কন সাংবাদিকদের এ কথা জানান। ট্রাম্পের প্রথম বিদেশ সফরের শেষ পূর্ণ দিবসে সিসিলির তাওরমিনায় আয়োজিত এক ব্রিফিংয়ে অংশ নেন হোয়াইট হাউজের ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলের পরিচালক গ্যারি কন।  সাংবাদিকদের কন জানান, রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা লাঘব করবে না মার্কিন প্রশাসন। বরং পরিস্থিতির পরিবর্তন হলে নিষেধাজ্ঞা আরো জোরদার করা হবে বলে জানান তিনি। এই প্রথম ট্রাম্প প্রশাসনের কোনো প্রতিনিধি রাশিয়ায় আরোপিত মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে এত জোরালো কোনো মন্তব্য করলেন। ২০১৪ সালে ইউক্রেনে রুশ সামরিক বাহিনীর অনুপ্রবেশের জেরে সে সময় দেশটির ওপর নিষেধাজ্ঞা জারি করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। চলমান দ্বন্দ্ব নিরসনে মস্কো কোনো আন্তর্জাতিক চুক্তি না করা পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে জানায় মার্কিন প্রশাসন। তবে নির্বাচনী প্রচারণাকালীন শর্তসাপেক্ষে এ নিষেধাজ্ঞা লাঘবের ইঙ্গিত দেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প জানান, সিরিয়ায় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) নির্মূলে রুশ সরকার যদি মার্কিন প্রশাসনকে সহায়তা প্রদান করে তবেই নিষেধাজ্ঞা লাঘব করা হবে। প্রেসিডেন্সিয়াল নির্বাচনে জয়লাভের পর আরেক দফা নিজের অবস্থান স্পষ্ট করলেন ট্রাম্প। কন জানান, রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা বহাল রাখতে চান মার্কিন প্রেসিডেন্ট। তবে কোন পন্থা অবলম্বন করলে মার্কিন প্রশাসন নিষেধাজ্ঞা লাঘব করবে তা ট্রাম্প শুরুতেই রুশদের কাছে স্পষ্ট করে দিয়েছেন বলে মনে করেন তিনি। কন এমন একটা সময়ে রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা বহাল রাখার কথা জানালেন যখন ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্সিয়াল নির্বাচনে রুশ সংশ্লিষ্টতার বিষয়টি খতিয়ে দেখছে গোয়েন্দা সংস্থা এফবিআই। এমনকি রাশিয়ার সঙ্গে ট্রাম্পের কোনো সহযোগীর গোপন আঁতাত রয়েছে কিনা তাও এফবিআই তদন্ত করে দেখছে। মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ-বিষয়ক তদন্ত ও এ-সংক্রান্ত গোপন তথ্য ফাঁস হয়ে যাওয়ায় নিষেধাজ্ঞা-বিষয়ক এজেন্ডা থেকে সরে যাচ্ছে যুক্তরাষ্ট্র। উল্লেখ্য, বিগত তিন বছর যাবত্ ইউক্রেনের বিদ্রোহী নিয়ন্ত্রিত পশ্চিমাঞ্চলীয় এলাকায় সংঘর্ষ চলমান রয়েছে। বøুমবার্গ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রাম্প


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ