নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বিশেষ সংবাদদাতা : দু’বার বিশ্বচ্যাম্পিয়ন ভারত। টি-২০ বিশ্বকাপের শ্রেষ্ঠত্বের মুকুটও মাথায় পরেছে একবার। এশিয়া কাপে সেখানে ৫ বার চ্যাম্পিয়ন তারা। ক্রিকেট ঐতিহ্য বলছে, ফাইনাল খেলার সঙ্গে অভ্যস্ত তারা। এবং এই অতীতই তাদেরকে বড় আসরের ফাইনালে সময়োচিত সিদ্ধান্ত নিতে সহায়ক হয়। সে কারণেই বাংলাদেশের দর্শকের আজ স্বাগতিক দলের পক্ষে পুরো সমর্থন নিয়ে ভীত নন ভারত ক্রিকেট দলের টীম ডিরেক্টর রবি শাস্ত্রীÑ ‘আমরা এসব হৈচৈ এর মধ্যে অভ্যস্ত। হোক না শতভাগ এতকিছু বিবেচনা করলে কি চলে? যখন আপনি এমন পর্যায়ে খেলবেন তখন এসব প্রভাব ফেলে না। নিজেদের সুবিধাগুলোরও পুরোপুরি সদ্ব্যবহার করতে হয়। আপনি আরও উজ্জীবিত হবেন এবং দেখাবেন আপনি ভাল খেলতে পারেন।’
এশিয়া কাপের ফাইনালিস্ট ভারত টি-২০’র নাম্বার ওয়ান র্যাংকিংধারী দল, সেটাও মিডিয়াকে মনে করিয়ে দিয়েছেন রবি শাস্ত্রীÑ ‘এখন আমরা এক নম্বর টি-২০ দল। এটা একটা পর্যায়ক্রমিক পদ্ধতির অংশ, কিন্তু অবশ্যই উপভোগ্য। আশা করছি আমরা আগামীকাল (আজ) ফাইনালেও সেই ধরনের ক্রিকেট দেখাতে পারব।’ এক দল টি-২০ স্পেশালিস্ট ক্রিকেটারের সমাবেশ আছে বলেই এশিয়া কাপের ট্রফি পুনরুদ্ধারের স্বপ্ন দেখছেন রবি শাস্ত্রী। ফাইনালের আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে অধিনায়ক ধোনিকে না পাঠিয়ে নিজেই এসেছেন মিডিয়ার সামনে, এই ম্যাচকে নক আউট ম্যাচেই গণ্য করছেন তিনি। এবং নিজের সে দর্শনের কথা মনে করিয়ে দিয়েছেন ক্রিকেটারদেরÑ ‘আমরা অভিজ্ঞ খেলোয়াড়ে পূর্ণ। আপনারা এটাকে শুধু আরেকটি খেলা হিসেবেই দেখুন। কেন এটাকে ফাইনাল হিসেবে দেখা হচ্ছে? আমাদের জন্য সবগুলো খেলাই নকআউট। আমরা এটাকে সে মনোভাব নিয়েই দেখছি। আমরা ভিন্ন কোনভাবে আগামীকালের (আজ) খেলাটিকে দেখব না।’
আজও সবুজ পিচ উপহার পেতে পারেন, সেই পরীক্ষার প্রস্তুতি নিয়েই রেখেছেন শাস্ত্রীর শিষ্যরা, এমনটাই জানিয়েছেন রবি শাস্ত্রীÑ ‘পিচে আমাদের হস্তক্ষেপ নেই। আমাকে টুর্নামেন্ট শুরুর আগে বলা হয়েছিল যে সবুজে ঢাকা কিছু একটা পেতে যাচ্ছেন। এ রকমটাই হয়েছে। সুতরাং আগামীকাল (আজ) যেমন উইকেটই থাকুক আমরা খেলার জন্য প্রস্তুত। আমাদের জন্য যে কন্ডিশনই থাকবে আমাদের কাজ হচ্ছে খেলতে নামা। কারণ সবারই বুঝতে হবে যে এখানে একটি দলই খেলছে না, উভয় দলকেই এ ময়দানে খেলতে হবে। সুতরাং এটা পরিচ্ছন্ন একটা খেলাই।’
ফাইনালে বাংলাদেশকে সমীহ করছেন এই লিজেন্ডারী। এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে ধাক্কা খেতে খেতে বেঁচে যাওয়ার কথা স্বীকার করেছেন অকপটেÑ ‘সেটা ভাল একটা ম্যাচ ছিল। বাংলাদেশ টুর্নামেন্টের শুরুটা ভাল একটি জয় দিয়ে করতে পারতো। প্রথম খেলায় আমরা চাপে ছিলাম এবং শেষ ১০ ওভারে আমরা ঘুরে দাঁড়িয়েছিলাম।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।