Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রমজানের শুভেচ্ছা ট্রাম্প-ট্রুডোর

মার্কিন পররাষ্ট্র দফতরে ইফতার বা ঈদ অনুষ্ঠান হচ্ছে না

| প্রকাশের সময় : ২৮ মে, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : পবিত্র মাহে রমজান উপলক্ষে মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। গতকাল শনিবার থেকে উত্তর আমেরিকায় রোজা শুরু হচ্ছে। এ উপলক্ষে শুক্রবার প্রদত্ত এক বিবৃতিতে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, মার্কিনীদের পক্ষ থেকে মুসলমানদের এ রমজানের সার্থকতা কামনা করছি। অপরদিকে, চলতি বছরে ইফতার বা ঈদে কোনও অনুষ্ঠান আয়োজন করছে না মার্কিন পররাষ্ট্র দফতর। পররাষ্ট্র দফতরের দু’জন কর্মকর্তা জানিয়েছেন, এমন একটি অনুরোধ ইতোমধ্যে খারিজ করে দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। ব্রিটিশ বার্তা সংস্থা এ খবর জানিয়েছেন। রিপাবলিকান বা ডেমোক্র্যাট যারাই ক্ষমতায় থাকুক না কেন, ১৯৯৯ সাল থেকে মার্কিন পররাষ্ট্র দফতর ইফতার বা ঈদুল ফিতরের অনুষ্ঠান আয়োজন করে আসছে। মার্কিন পররাষ্ট্র দফতরের ধর্ম বিষয়ক কার্যালয় ঈদুল ফিতরে একটি অনুষ্ঠান আয়োজনের অনুরোধ করেছিল। কিন্তু টিলারসন সে অনুরোধ খারিজ করে দিয়েছেন বলে দুই কর্মকর্তা জানান। ট্রাম্প বলেন, এই মাসে মুসলমানেরা রোজা পালনের পাশাপাশি নিকট প্রতিবেশী গরীব-দুঃখীদের মধ্যেও খাদ্য-সহায়তা দিয়ে থাকেন অর্থাৎ সকলেই রমজানের মহিমাকে সমুন্নত রাখতে প্রয়াসী হন। এছাড়া, দাঙ্গা-হাঙ্গামাসহ সন্ত্রাসী তৎপরতা প্রতিহত করার সংকল্পও গ্রহণ করেন মানবতার শান্তির পথ সুগম করতে। দাঙ্গা-হাঙ্গামায় লিপ্ত এলাকার অসহায় মানুষ এবং গরীব মানুষদের কল্যাণেও বিভিন্ন উদ্যোগ গ্রহণে উৎসাহিত হন রোজাদাররা। ট্রাম্প বলেন, স¤প্রতি সউদি আরব সফরের সময় সেখানে ৫০টির অধিক মুসলিম রাষ্ট্র প্রধানের সাথে মিলিত হবার সুযোগ পেয়েছি। গোটাবিশ্বের শান্তি, নিরাপত্তা এবং সমৃদ্ধির প্রশ্নে আমরা সকলেই পরস্পরের সহযোগী হয়ে কাজ করার অঙ্গীকার করেছি। ট্রাম্প আরো বলেন, যুক্তরাজ্য এবং মিসরে সন্ত্রাসী হামলায় অনেক অসহায় মানুষ হতাহত হয়েছেন। এ নিয়ে গোটাবিশ্ব আজ শোকাহত। এমন বর্বরোচিত আক্রমণের বিরুদ্ধে সকলের রুখে দাঁড়ানোর বিকল্প নেই। কারণ, এমন হামলার মধ্যে রমজানের মূল্যবোধ ব্যাহত হয়। এদিকে কানাডা ও বিশ্বব্যাপী মুসলমানদের আসন্ন রামজানের শুভেচ্ছা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ৫০ সেকেন্ডের ভিডিও বার্তাটি শুরু করেন আসসালামু আলাইকুম বলে। এবং বক্তৃতা শেষ করেন রামাদান মোবারক বলে। এ বছর কানাডার ১৫০ তম স্বাধীনতা দিবস পালিত হতে যাচ্ছে। রয়টার্স, সিএনএন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রমজান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ