মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : আনুষ্ঠানিকভাবে জঙ্গিগোষ্ঠী আইএসবিরোধী জোটে অংশ নিচ্ছে পশ্চিমা সামরিক ন্যাটো। জঙ্গিদের পরাস্ত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে মাঠের লড়াইয়ে অংশ নেবে না ন্যাটো সেনারা। গত বৃহস্পতিবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ন্যাটো মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ। ন্যাটো মহাসচিব জানান, বৃহস্পতিবার সংস্থাটির নেতারা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে একটি নতুন কর্মপরিকল্পনা গ্রহণ করবেন। এতে আইএসবিরোধী আন্তর্জাতিক জোটে ন্যাটোর অন্তর্ভুক্তির বিষয়টি উল্লেখ থাকবে। জেন্স স্টোলটেনবার্গ বলেন, এটা সন্ত্রাসবাদের বিরুদ্ধে ন্যাটোর প্রতিশ্রুতির ব্যপারে একটা শক্তিশালী রাজনৈতিক বার্তা। তবে এটার মানে এই নয় যে, ন্যাটো রণাঙ্গনের লড়াইয়ে অংশ নেবে। অপর এক খবরে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাটোর সদস্য দেশগুলোকে জোটের প্রতিরক্ষা ব্যয় বহন করতে বলেছেন। গত বৃহস্পতিবার ব্রাসেলসে ন্যাটো সম্মেলনে দেওয়া ভাষণে একথা বলেন ট্রাম্প। দীর্ঘদিন ধরেই ট্রাম্প দাবি করে আসছেন ন্যাটোর সদস্যরা জোটটির প্রতিরক্ষা বাজেটে সমান হারে অংশগ্রহণ করছে না। ফলে জোটের দেশগুলোর কাছে যুক্তরাষ্ট্র বিরাট অংকের অর্থ পাওনা আছে। ট্রাম্প বলেন, ন্যাটোর ২৮ সদস্য রাষ্ট্রের মধ্যে ২৩টি দেশ এখনো কোনো ব্যয় বহন করছে না। তাদের প্রতিরক্ষার জন্য যে খরচ তা তাদের বহন করা উচিত। যুক্তরাষ্ট্রের জনগণ ও কর দাতাদের প্রতি এটা সঠিক আচরণ নয়। বিগত বছরে এই ব্যয় বহন করেনি যেসব দেশ তাদের কাছে বিরাট অংকের অর্থ পাওনা আছে যুক্তরাষ্ট্রের। ২০১৬ সালের ন্যাটোর বার্ষিক প্রতিবেদন অনুযায়ী মাত্র ৫টি দেশ তাদের জিডিপির ২ শতাংশ সামরিক জোটে ব্যয় করেছে। এই দেশগুলো হচ্ছে- যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, গ্রিস, পোল্যান্ড ও এস্তোনিয়া। জার্মানি প্রতিরক্ষায় ব্যয় করেছে ১ দশমিক ২ শতাংশ। তবে দেশটির দাবি, উন্নয়ন সহযোগিতায় প্রচুর অর্থ ব্যয় করছে যা আন্তর্জাতিক নিরাপত্তায় ভূমিকা রাখছে। সোমবার যুক্তরাজ্যের ম্যানচেস্টারে সন্ত্রাসী হামলা প্রসঙ্গে ট্রাম্প বলেন, এ ধরনের হামলা বন্ধে অবশ্যই সন্ত্রাসবাদকে ঠেকাতে হবে নইলে সারা পৃথিবীই এদের শিকার হবে। হামলায় নিহত ২২ জনের প্রতি শ্রদ্ধা জানাতে ট্রাম্প নীরবতা পালনের আহŸান জানান। ভাষণে ট্রাম্প রাশিয়া কর্তৃক অনিয়ন্ত্রিত অভিবাসনের কারণে সৃষ্ট হুমকির বিষয়েও সতর্ক করেন। ন্যাটো সদর দফতরে যাওয়ার আগে ট্রাম্প প্রথমবারের মতো বেশ কয়েকজন ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সঙ্গে বৈঠক করেন। আল-জাজিরা, বিবিসি, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।