Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আজিজুর রহমানের অবস্থার উন্নতি

| প্রকাশের সময় : ২৬ মে, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: খ্যাতিমান চিত্রপরিচালক আজিজুর রহমান গত ১৫ মে রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেখানে টানা চিকিৎসার পর বাসায় ফিরেছেন তিনি।  তার স্ত্রী শামীম রহমান জানান, অবস্থার কিছুটা উন্নতি হওয়ার কারণে তাকে বাসায় আনা হয়েছে। হাসপাতালে এই কয়েকদিনে অনেক খরচ হয়েছে। ৩০ মে হাসপাতালে চেকআপের পর এনজিওগ্রাম করতে হবে। এরপর উন্নতি চিকিৎসার জন্য সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। উল্লেখ্য, ছুটির ঘন্টা, অশিক্ষিতসহ আজিজুর রহমান এ পর্যন্ত ৬০টি সিনেমা পরিচালনা করেছেন। চলচ্চিত্র পরিচালনার পাশাপাশি বেশকিছু সিনেমা প্রযোজনাও করেছেন। ১৯৫৮ সালে খ্যাতিমান পরিচালক এতেহশামের সহকারী পরিচালক হিসাবে কাজ শুরু করেন তিনি। ১৯৬৭ সালে ময়মনসিংহ লোকাগাঁথা নিয়ে প্রথম সিনেমা পরিচালনা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ