Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জামিন পেলেন গাজীপুরের মেয়র মান্নান

| প্রকাশের সময় : ২৫ মে, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : গাজীপুর সিটি করপোরেশনের মেয়র এম এ মান্নানকে দুদকের মামলায় আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। গতকাল বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের বেঞ্চ এ আদেশ দেন। আদালতে  মেয়র মান্নানের পক্ষে ছিলেন খন্দকার মাহবুব  হোসেন ও দুদকের পক্ষে ছিলেন খুরশিদ আলম খান।  তবে এ আদেশ স্থগিত  চেয়ে  চেম্বারে আবেদন করা হবে বলে জানিয়েছেন খুরশিদ আলম খান। মামলার বিবরণে জানা যায়, গত ২১ মে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে মন্ত্রণালয়ের বরাদ্দ করা অর্থ ব্যয়ের সুস্পষ্ট শর্ত লঙ্ঘন করে বাজেটভুক্ত নির্দিষ্ট উন্নয়ন প্রকল্প ছাড়া অন্য খাতে সাত  কোটি ১৮ লাখ ৩২ হাজার ৫৭৫ টাকা ব্যয় ও অনুদান প্রদানের অভিযোগে গাজীপুর সিটি করপোরেশনের  মেয়র অধ্যাপক এম এ মান্নানের বিরুদ্ধে জয়দেবপুর থানায় মামলা করেছেন দুদকের উপপরিচালক  মো. সামছুল আলম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ