Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশ চাইলে আগামী নির্বাচনে সহযোগিতা দেবে ভারত হর্ষবর্ধন শ্রিংলা

| প্রকাশের সময় : ২৪ মে, ২০১৭, ১২:০০ এএম


কূটনৈতিক রিপোর্টার : ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, বাংলাদেশের অনুরোধ পেলে আগামী জাতীয় নির্বাচনে যে কোন ধরণের সহযোগিতা দেবে ভারত। সব ধরণের সহযোগিতা দিতে ভারত তৈরি থাকবে তবে কি ধরণের সহযোগিতা লাগবে সেটা বাংলাদেশকে বলতে হবে। গতকাল (মঙ্গলবার) জাতীয় প্রেসক্লাবে কূটনৈতিক সাংবাদিকদের সংগঠন ডিক্যাব আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতীয় হাইকমিশনার বলেন, জঙ্গি হামলার পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে কী ধরনের সহযোগিতা প্রয়োজন তা জানতে চেয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরে বাংলাদেশের চাহিদা অনুযায়ী সহযোগিতা দিয়েছে ভারত। একইভাবে আসন্ন জাতীয় নির্বাচনেও বন্ধুপ্রতিম প্রতিবেশি হিসেবে ভারত প্রয়োজনীয় সহযোগিতা দেবে। যেকোনো সময়ের চেয়ে দুদেশের মধ্যকার সম্পর্ক এখন সর্বোচ্চ পর্যায়ে রয়েছে জানিয়ে তিনি দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। অমিমাংসিত তিস্তা চুক্তি সম্পর্কে হর্ষবর্ধন শ্রিংলা বলেন, তিস্তা চুক্তি সম্পন্ন হলে যে পরিমাণ পানি বাংলাদেশের পাওয়ার কথা এখন তার চেয়ে বেশি পাচ্ছে। তবে তিস্তা চুক্তি হওয়া প্রয়োজন। আশা করি দ্রæততম সময়ে চুক্তিটি সম্পন্ন হবে।
ডিক্যাবের সভাপতি রেজাউল করিম লোটাসের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক পান্থ রহমান।



 

Show all comments
  • S. Anwar ২৪ মে, ২০১৭, ১০:৫৩ এএম says : 0
    অত দরদ দেখাতে হবে না। তোমার নিজের ঘর সামলাও। বাংলাদেশের ব্যপারে তোমাদের এতো অতি উৎসাহ কেন? ফাজলামোর আর জায়গা পাওনা, না.?? আমরা তোমাদের চেয়ে কম বুঝিনা। নুন আনতে যার পান্তা ফুরায় সে আবার অন্যের উপর খবরদারী করে। যত্তোসব ধান্ধাল.!!!
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নির্বাচন

১৬ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ