Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোনো বাংলাদেশি হতাহত হয়নি

| প্রকাশের সময় : ২৪ মে, ২০১৭, ১২:০০ এএম


ইনকিলাব ডেস্ক : ম্যানচেস্টারে কনসার্টে সন্ত্রাসী হামলায় যুক্তরাজ্যের ম্যানচেস্টারে সন্দেহভাজন সন্ত্রাসী হামলায় হতাহতদের মধ্যে কোনও বাংলাদেশি নাগরিক নেই, এ দাবি সেখানকার অভিবাসী বাংলাদেশিদের। এ ধরনের হামলায় দেশি কেউ হতাহত না হওয়ায় স্বস্তি থাকলেও ‘অন্য শঙ্কা থাকছেই’ বলে উল্লেখ করেছেন তারা। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছে যে, যুক্তরাজ্যের ম্যানচেস্টারে সন্দেহভাজন সন্ত্রাসী হামলায় হতাহতদের মধ্যে কোনও বাংলাদেশি নাগরিক নেই। প্রাথমিকভাবে এমন তথ্য পাওয়া গেছে। লন্ডনে বাংলাদেশ দূতাবাস থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত কোনও বাংলাদেশি নাগরিকের হতাহত হওয়া সংক্রান্ত কোনও তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেনি।
তবে প্রবাসী বাংলাদেশিরা বলছেন, জঙ্গিবাদ বা সন্ত্রাসী হামলার বিষয়টি বিশ্বব্যাপী সমস্যা হলেও, মুসলিমদের টার্গেট করে বসে পশ্চিমা শক্তিগুলো। ফলে আমরা কোনও কথা বলতে স্বস্তি বোধ করি না। আবার কেউ বলছেন, ইংলিশ ডিফেন্স লীগ (রক্ষণশীল চরমপন্থী গ্রুপ) জাতীয় গ্রুপগুলো কোনও বাংলাদেশিকে একা পেলে হেনস্থা করার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না! তবে আশার জায়গা হলো, এমনিতে সাধারণ জনগণ এসব ব্যাপারে অনেক টলারেন্ট। আবার কেউ কেউ ‘আমাদের কোনও কথা বলা ঠিক হবে না’ বলে চুপ থেকেছেন।
ম্যানচেস্টারের অ্যারেনায় গত সোমবার স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে মার্কিন সংগীত শিল্পী আরিয়ানা  গ্রান্ডের কনসার্টে বিস্ফোরণের ঘটনা ঘটে। কনসার্টে প্রায় ২১ হাজার মানুষ উপস্থিত ছিলেন। দীর্ঘদিন ম্যানচেস্টারে রয়েছেন আইনজীবী এম নাঈম খান। তিনি বলেন,‘এখানকার বাংলাদেশিরা সকালের দিক থেকে খবর জানা শুরু করেছে! কারণ সোমবার যখন ঘটনাটি ঘটে সবাই মোটামুটি ঘুমে চলে গিয়েছিল! যে এলাকায় বিস্ফোরণ ঘটেছে, পুরো এলাকাটি কর্ডন করে রাখা হয়েছে।
নাঈম খান আরও বলেন, ‘এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও হেট ক্রাইম বা রেসিয়াল এ গ্রাভেটেড ক্রাইম খুব শক্ত হাতে দমন করে! তবে ইংলিশ ডিফেন্স লীগ (রক্ষণশীল চরমপন্থী গ্রুপ) জাতীয় গ্রুপগুলো কোনও বাংলাদেশিকে একা পেলে হেনস্থা করার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না!’
এদিকে আরেক প্রবাসী কামাল চৌধুরী নিজে এবং তার পরিচিতরা সবাই সুস্থ ও ভালো আছেন জানিয়ে বলেন, ‘আমি পরে কোনও এক সময় কথা বলবো। এখন ব্যস্ত আছি।’
নাম প্রকাশে অনিচ্ছুক একজন অধিকারকর্মী বলেন, ‘এই মুহূর্তে এসব নিয়ে আলাপ না করি। একেকটা হামলা শঙ্কার জায়গা তৈরি করে দিয়ে যায় অভিবাসীদের জন্য। আগামী দিনে প্রতিবেশী আপনার দিকে সন্দেহের চোখে তাকাবে, এটা কার ভালো লাগবে? ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ম্যানচেস্টার

১৫ জুলাই, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ