Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফিলিস্তিনের আন্দোলন জোরদার করে দিচ্ছেন ট্রাম্প : হামাস

| প্রকাশের সময় : ২৪ মে, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, ইহুদিবাদী ইসরাইলের পক্ষে কথা বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনের এ সংগঠনের সুনাম ও সুখ্যাতি বাড়িয়ে দিচ্ছেন। সেইসঙ্গে এ আন্দোলন জোরদার হবে বলেও মন্তব্য করেছে সংগঠনটি। গত রোববার সউদি আরবের রাজধানী রিয়াদে আরব ও মুসলিম নেতাদের উপস্থিতিতে ট্রাম্প হামাসকে সন্ত্রাসবাদী সংগঠন বলে অভিহিত করেছেন এবং একে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের সঙ্গে তুলনা করেছেন। পাশাপাশি তিনি তার ভাষায় হামাসের ইসলামি সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার জন্য মুসলিম নেতাদের প্রতি আহŸান জানিয়েছেন। হামাস মুখপাত্র ফাউজি বারহুম এক বিবৃতিতে ট্রাম্পের এ বক্তব্যের জবাব দিয়েছেন। তিনি পরিষ্কার ভাষায় বলেছেন, হামাসকে সন্ত্রাসবাদী সংগঠন বলে ট্রাম্প যে মন্তব্য করেছেন আমরা তা প্রত্যাখ্যান করছি। হামাস নেতা মুশরি আল-মাসরিও ট্রাম্পের উসকানিমূলক বক্তব্যের নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট এ ধরনের বক্তব্য দিয়ে নিজেকে দখলদার ইহুদিবাদী ইসরাইলের কাতারে নিয়ে গেছেন। পার্সটুডে।



 

Show all comments
  • Tisa ২৪ মে, ২০১৭, ৩:৫৫ এএম says : 0
    i agree with him
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ